Recent Tube

আল্লাহ যাদের ভালোবাসেন ও অপছন্দ করেন (কুরআনের আলোকে) , ৷ শামীম আজাদ।

আল্লাহ যাদের ভালোবাসেন অপছন্দ করেন (কুরআনের আলোকে)

আল্লাহ যাদের ভালোবাসেন।

১. রাসূলুল্লাহ সা.-এর অনুসারীদের:

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
বল, ‘তোমরা যদি আল্লাহকে ভালবাস, তাহলে আমার অনুসরণ কর। ফলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। বস্তুতঃ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ 
সূরা আলে-ইমরানঃ ৩১
অর্থাৎ যারা রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করে।

২. আল্লাহর উপর ভরসাকারীদের:

فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

অতঃপর তুমি কোন সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর কর। নিশ্চয়ই আল্লাহ (তাঁর উপর) নির্ভরশীলদের ভালবাসেন।
সূরা আলে-ইমরানঃ ১৫৯

৩. যারা আল্লাহর পথে লড়াই করে:

إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَرْصُوصٌ

যারা আল্লাহর পথে সীসাঢালা প্রাচীরের মত সারিবদ্ধভাবে যুদ্ধ করে, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালবাসেন। 
সূরা সফঃ ৪

৪.সৎকর্মশীলদের:

وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

তোমরা আল্লাহর পথে ব্যয় কর এবং (ব্যয় না করে) নিজেরা নিজেদের সর্বনাশ করো না। আর তোমরা সৎকর্ম কর, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালবাসেন। সূরা বাকারাঃ ১৯৫

الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে। আর আল্লাহ (বিশুদ্ধচিত্ত) সৎকর্মশীলদেরকে ভালবাসেন। 
সূরা আলে-ইমরানঃ ১৩৪

وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ 
“আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।” (দ্রষ্টব্য: সূরা আলে-ইমরান,৩:১৪৮, সূরা মায়িদা, ৫:৯৩)

৫. ন্যায়পরায়ণ ও সুবিচারকারীদের:

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালবাসেন।
সূরা মায়িদাঃ ৪২

৬. তাওবাকারীদের:

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
নিশ্চয়ই আল্লাহ ক্ষমা প্রার্থীগণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। সূরা বাকারাঃ ২২২

৭. ধৈর্যশীলদের:

وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। 
সূরা আলে-ইমরানঃ ১৪৬

৮. আল্লাহভীরু/মুত্তাকী/ সংযমীদের:

بَلَىٰ مَنْ أَوْفَىٰ بِعَهْدِهِ وَاتَّقَىٰ فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে চলে, নিশ্চয়ই আল্লাহ সংযমীদেরকে ভালবাসেন। 
সূরা আলে ইমরানঃ ৭৬

৯. পবিত্রদের:

وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
আর আল্লাহ উত্তমরূপে পবিত্রতা সম্পাদনকারীদেরকে পছন্দ করেন। 
সূরা তাওবাঃ ১০৮

 আল্লাহ যাদের অপছন্দ করেন। 

১. কাফির/অবিশ্বাসীদের:

قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ ۖ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
বলো, ‘তোমরা আল্লাহ ও রসূলের অনুগত হও।’ কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখ নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালবাসেন না। 
সূরা আলে-ইমরানঃ ৩২

২. জালেমদর:

وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
আর আল্লাহ অত্যাচারীদেরকে পছন্দ করেন না। 
সূরা আলে ইমরানঃ ৫৭, ১৪০

৩. সীমালঙ্ঘনকারীদের:

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
‘নিশ্চয়ই আল্লাহ বাড়াবাড়িকারীদেরকে পছন্দ করেন না’। 
সূরা বাকারাঃ ১৯০

“হে বিশ্বাসীগণ! আল্লাহ তোমাদের জন্য যে সব উৎকৃষ্ট বস্তু বৈধ করেছেন, সে সকলকে তোমরা অবৈধ করো না এবং সীমালংঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমালংঘনকারীদেরকে ভালবাসেন না।” 
সূরা মায়িদাঃ ৮৭

৪. অকৃতজ্ঞ পাপীদের:

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বৃদ্ধি দেন। আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালবাসেন না। 
সূরা বাকারাঃ ২৭৬

৫. বিশ্বাসঘাতক পাপিষ্ঠদের:

وَلَا تُجَادِلْ عَنِ الَّذِينَ يَخْتَانُونَ أَنْفُسَهُمْ ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا 
আর তুমি তাদের পক্ষে কথা বলো না, যারা নিজেদের প্রতি বিশ্বাসঘাতকতা করে। নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতক পাপিষ্ঠকে ভালবাসেন না। 
সূরা নিসাঃ ১০৭

وَإِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْبِذْ إِلَيْهِمْ عَلَىٰ سَوَاءٍ ۚ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ
যদি তুমি কোন সম্প্রদায়ের বিশ্বাসঘাতকতার আশংকা কর, তাহলে তোমার চুক্তিও তুমি যথাযথভাবে বাতিল কর। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদেরকে পছন্দ করেন না।  
সূরা আনফালঃ ৫৮

৬. অশান্তি/বিপর্যয় ও বিপর্যয় সৃষ্টিকারীদের:

وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ
আর আল্লাহ অশান্তি/ বিপর্যয় পছন্দ করেন না। 
সূরা বাকারাঃ ২০৫

وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। 
সূরা মায়িদাঃ ৬৪

৭. দাম্ভিক/অহঙ্কারীদের:

 إِنَّ اللّهَ لاَ يُحِبُّ مَن كَانَ مُخْتَالاً فَخُورًا
নিশ্চয়ই আল্লাহ‌ এমন কোন ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্মঅহংকারে ধরাকে সরা জ্ঞান করে এবং নিজের বড়াই করে।
সূরা নিসাঃ ৩৬

وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
গর্বিত ও অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। 
সূরা হাদীদঃ ২৩

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
মানুষের জন্য নিজের গাল ফুলায়ো না (অবজ্ঞা করো না) এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না; কারণ আল্লাহ কোন উদ্ধত, অহংকারীকে ভালবাসেন না। 
সূরা লুকমানঃ ১৮

لَا جَرَمَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ
এটা নিঃসন্দেহ যে, আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে; তিনি অহংকারীকে অবশ্যই পছন্দ করেন না। 
সূরা নাহলঃ ২৩

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ
নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না।
সূরা কাসাসঃ ৭৬

৮. মন্দকথা প্রকাশ করাকে:

لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ ۚ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا
মন্দ কথা প্রকাশ করাকে আল্লাহ পছন্দ করেন না; তবে যার উপর যুলুম করা হয়েছে তার কথা স্বতন্ত্র। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। 
সূরা নিসাঃ ১৪৮

৯. যারা কৃপণতা করে, অন্যদেরকেও কৃপণতা করার নির্দেশ দেয়:

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَآ ءَاتٰىهُمُ اللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَأَعْتَدْنَا لِلْكٰفِرِينَ عَذَابًا مُّهِينًا
আর আল্লাহ‌ এমন লোকদেরকেও পছন্দ করেন না, যারা কৃপণতা করে, অন্যদেরকেও কৃপণতা করার নির্দেশ দেয় এবং আল্লাহ‌ নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দিয়েছেন সেগুলো গোপন করে। এই ধরনের অনুগ্রহ অস্বীকারকারী লোকদের জন্য আমি লাঞ্ছনাপূর্ণ শাস্তির ব্যবস্থা করে রেখেছি।
সূরা নিসাঃ ৩৭,
--------------------------------------------
সংকলনেঃ 

Post a Comment

0 Comments