Recent Tube

মরুভূমির হাতছানি -২২ , ৷ -মুহিউল ইসলাম মাহিম চৌধুরী।

                
                 মরুভূমির হাতছানি 
                         পর্ব-২২,

 কা'বার পথে....


 জনমানবহীন প্রান্তর পেরিয়ে গাড়ী চলছে কা"বার পথে । মোটর ওয়েতে রয়েছে ট্রাফিক লাইট ।  মাঝেমধ্যে অাছে চেকিং পয়েন্ট । 
এসব পয়েন্টগুলোতে হজ্বযাত্রীদেরকে অনেক ব্যক্তি এবং প্রাতিষ্টান খাবারের প্যাকেট,জুস এবং ঠান্ডা পানি বিতরণ করেন । 

   রাস্তা অতিক্রমের সময় দেখলাম অনেক জায়গায় সুবহানাল্লাহ, কোথাও আলহামদুলিল্লাহ কোথাও মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, কখনও বা কোরআনে কারীমের বিভিন্ন আয়াত উৎকীর্ণ রয়েছে । 

   রাস্তার সাইনবোর্ডগুলি আরবীতে লিখা । ছবিওয়লা সাইনবোর্ড নেই বললেই চলে । দু'এক জায়গায় সৌদী বাদশাহ এবং অালে সৌদের ছবি সম্বলিত সাইনবোর্ড প্রত্যক্ষ করেছি ।  STC SAWA মোবাইল কেম্পানীর হজ্জের এহরাম পরিহিত হাজীদের ছবি সম্বলিত সাইনবোর্ড চোখে পড়েছে । এছাড়া যত্রতত্র কোন বিজ্ঞাপনের ব্যানার,পোষ্টার নেই । অা
আর নারীদের ছবিযুক্ত সাইনবোর্ডের কোন প্রশ্নইতো উঠেনা,  অন্ততঃ মদীনা-মক্কার রাস্তায় । কিছুদূর পরপর মক্বার  দূরত্ব আরবী এবং ইংরেজিতে  লিখা রয়েছে । 
সবমিলিয়ে ইসলামী সভ্যতার দেশ হিসেবে সৌদী আরবকে চিনতে কোন অসুবিধা হয়না ।

 হাইওয়েতে কোথায় কত স্পীডে গাড়ী চলবে তা নির্ধারণ করে দেয়া আছে । এতে কখনও দ্রুতগতি কখনও মন্থর গতিতে চলছে অামাদের পরিবহনকারী বাস । 
গাড়ীর হর্ণের কানতালি লাগানো উচ্চ আওয়াজ নেই । বলতে গেল হর্ণ শুনাই যায়না । যাওয়া এবং আসার ক্ষেত্রে রাস্তার মধ্যখানে ডিভাইডার দেওয়া আছে । ফলে একমুখী হয়ে চলছে সমস্ত পরিবহন ।  পার্কিং জোন ছাড়া গাড়ী কোথাও থামেনা ।  তেমন একটা ব্রেকেরও দরকার হয়না । নেই যানজট ।  সব মিলিয়ে বলা যায় বেশ Comfortable  জার্ণী । 
(চলবে)------ 
------------------------------------------------
লেখকঃ কলামিস্ট ও প্রবন্ধ লেখক।        

Post a Comment

0 Comments