Recent Tube

ঘড়ির সাথে, নূর মুহাম্মদ চৌধুরী।

    
                       ঘড়ির সাথে,
                  নুর মূহাম্মদ চৌধুরী।


আমি একাকী চলেছি পথ-
এক রথ ছেড়ে ধরেছি অন্য রথ।
গন্তব্য !  সে   তো  অনেক দূরে !
তবু বাহনটারে চালিয়েছি অতি ধীরে।

আশা নিরাশার দন্ধে দিশা খুজি।
কোন পথে গেলে কি লাভ ?  কিছু না বুঝি।
চলতে পথে চকিত নয়নে হাঁকি।
কত  আছে আর চলার পথ যে বাকি।

কিন্তু আমাকে চলতেই হবে জানি,
ঘড়ির কাঁটার টিক টিক রব গুনি।
ফিরে দেখার নেই কোন অবসর।
অতিতের কাছে পতিত  সবই মোর।

সামনে আসুক যতই বাধা ও ত্রাশ,
ক্রমশ: তা করতেই হবে নাশ। 
খানিক যদিবা বিস্মৃত হই ভুলে,
যাবে সব জানি খুয়ে যাবে লাভে-মুলে।

সুতরাং  চলি আপন গমন পথে।
আমি চলি আর ঘড়ি চলে মোর সাথে।
-------------------------- 

Post a Comment

0 Comments