Recent Tube

আমি আল্লাহর ফায়সালায় খুশি কিন্ত আপনার উপলব্ধি কি? যদি আপনি মুসলিম হয়ে থাকেন তো আল্লাহর কাছে জবাবদিহি করতে প্রস্তুত আছেন কি? ইবনে যুবাইর।

  আমি আল্লাহর ফায়সালায় খুশি কিন্ত আপনার উপলব্ধি কি? 
যদি আপনি মুসলিম হয়ে থাকেন তো আল্লাহর কাছে জবাবদিহি করতে প্রস্তুত আছেন কি?    

      আমি সারাদিন অভুক্ত আছি।কতদিন মাছ গোশত খাইনি স্বরণ করতে পারছি না। তবে হ্যাঁ,কুরবানীর ঈদে প্রতিবেশিরা কিছু গোশত দিয়েছিল।আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার দরুন কোন রকম এক সন্ধ্যা সেই গোশত সবার মুখে তুলে দিয়েছিলাম।

বছর ঘুরার আশায় থাকি। আবার কুরবানী এলে দু টুকরো গোশত পরিবারের সদস্যদের মুখে তুৃলে দিতে পারব-এই আশায়।

আপনি হয়তো সপ্তাহে সাতদিনই মাছ, গোশত,কোরমা পোলাও খেয়ে থাকেন।আমারও তো সেই সব খাবারের ইচ্ছে জাগে।আমিও আপনার মত মানুষ।যে আল্লাহর গোলাম আপনি সেই আল্লাহর গোলাম আমিও।আল্লাহ আপনাকে ধন সম্পদ অর্থ বিত্ত দান করেছেন,আমাকে করেছেন সহায় সম্বলহীন।
হয়তো এতে আমার কল্যাণ রয়েছে।এই সহায় সম্বলহীনতা নিয়ে আমার কষ্ট থাকলেও হিংসা নেই।আমি আল্লাহর ফায়সালায় খুশি।আমি নিয়তীর বাইরে যেতে পারি না।
আপনি ধনীর দুলাল।সোনার চামচ মুখে নিয়ে আপনার জন্ম হয়েছে।অভাব আপনার ত্রিসীমানায় পা দেয়নি কোনদিন।আপনি গরীবের কষ্ট বুঝবেন কি করে?

তাই তো বিভিন্ন আইটেমের দামি খাবারের ছবি তুৃলে অনলাইনে পোষ্ট দেন।আমি অভুক্ত,অভাবী যখন সেই খাবারগুলো দেখি তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি সেই খাবারগুলোর দিকে।যে খাবারটা আপনি ডাস্টবিনে ফেলে দেন,যেটা আপনার বাড়ির কুত্তাতেও খায়না, সেই খাবারটা আমার পরিবারের সমদ্যরা কোনদিন চোখেও দেখতে পাইনা।

তখন নিজেকে মনে হয়,আপনার বাড়ির কুত্তা হলেও তিন বেলা পেট পুরে খেতে পেতাম। আপনার নষ্ট খাবারটা দিয়ে আমার পরিবারের সদস্যদের আহার জুটত।আজ আপনি আমার মত অভুক্ত মানুষের সামনে দামি খাবারের ছবি তুলে পোষ্ট দেন,দিতে থাকুন।কাল-কিয়ামতের মাঠে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব।বলব,তোমার এই বান্দা প্রতিনিয়তই দামি খাবারের ছবি আপলোড দিয়ে গরীব হবার কষ্টটা আমাকে তিলে তিলে বুঝিয়ে দিত।হে মাবুদ,আজ তোমার দরবারে বিচার দিলাম।
--------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।             

Post a Comment

0 Comments