সাইফুল্লাহ আল হোসাইন জিন্দাবাদ।
মুঃ রুকুনুজ্জামান চৌধুরী।
বীরের ভেসে আসবে হেসে
লাখ জনতার মাজে,
লক্ষ প্রানে মায়ার টানে
সেই বিজয়ের সুর বাজে।
প্রিয়রা সব তাকিয়ে আজো
আসছো তুমি কবে?
ফের তুমি হায় ঢের মমতায়
জড়িয়ে কবে নেবে?
সকল বাধার বাধ ভেঙ্গে ঠিক
আসবেই তুমি জানি,
অশুরের যত অশুভিয়েতার
নিন্দার গ্লানি টানি।
নিন্দুক,অশুর,হিংসুটে দের
সকল বাধা মাড়িয়ে,
আসবেই ফের জনতার মাজে
শরষের ভূত তাড়িয়ে।
ফেঞ্চুগঞ্জের আবাল-বৃদ্ধার
সপ্নে তুমি সিন্দাবাদ,
লাখ জনতার আশীর্বাদে
সাইফুল্লাহ আল হোসাইন জিন্দাবাদ।।
তাং-১২/০৯/২০১৬.
0 Comments