আল্লামা সাঈদী প্রসঙ্গ;
করোনা যতদিন থাকবে ততদিন পৃথিবীটা শান্ত থাকবে।করোনা আশির্বাদ,না অভিশাপ সেই উত্তর আপনাকেই খুঁজতে হবে।
করোনা নিয়ে আলোচনার আগে আল্লামা সাঈদী সাহেবের বিষয়ে দুটি কথা।
মাওলানা মামুনুল হক আল্লামা সাঈদী সাহেবের মুক্তি চেয়ে সরকারের নিকট আবেদন জানিয়েছেন বলে লোক মুখে শুনেছি।
সরকারের নিকট তার এই আবেদন,নিবেদন গ্রহণযোগ্যতা কতটা পাবে সেই প্রশ্ন থাকছেই।কেননা,সাঈদী সাহেব ও জামায়াতের অন্যান্য নেতা-যাদেরকে প্রহশনের বিচারের মাধ্যমে ফাঁসিকাষ্ঠে ঝুৃলানো হল তারা নির্দোষ জেনেও ক্বওমী আলিমগণ রহস্যজনকভাবে নীরব থেকেছেন।
শুধু তাই নয়,প্রতিটি ফাঁসি কার্যকর করার আগে শেখ হাসিনা অথবা তার কর্তব্য ব্যক্তিবর্গ হাটহাজারি গিয়েছেন, কেন গিয়েছেন সেই রহস্য রহস্যই রয়ে গেছে। মাওলানা মামুনুল হক সাঈদি সাহেবের জন্য যে মুক্তির আবেদন করেছেন সেটা ক্বওমী কেন্দ্র হাটহাজারির নিকট অগ্রহণযোগ্য ও অযৌক্তিক হওয়ায় উক্ত আবেদন সরকারের নিকট মূল্যহীন এবং হাস্যরসে পরিনত হবে।কারণ,মামুনুল হকের চাওয়া কেন্দ্রের সিদ্ধান্তের বিপরীত।
আল্লামা সাঈদীসহ জামায়াতের সকল নেতাকর্মী মাজলুম।জামায়াত নেতাকর্মীদের উপর স্বরণকালের ভয়াবহ জুলুম নির্যাতন অব্যাহত রয়েছে।আওয়ামী লীগের এই চালানো জুলুম নির্যাতনের বড় অংশীদার ক্বওমী আলিমগণ। কারণ,তাদের সমর্থন নিয়ে জালেম সরকার ক্ষমতায় রয়েছে।
বর্তমানে মাজলুমের আর্তনাদে আল্লাহর আকাশ জমিন ভারী হয়ে গেছে।মাজলুমের ব্যাপারে আল্লাহ বলেন,"তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে লড়াই করছ না অসহায় নারী,পুরুষ ও শিশুদের রক্ষার জন্যে? যারা বলে হে আমাদের প্রতিপালক! জালেমের এই জনপদ থেকে আমাদেরকে উদ্ধার কর। তোমার কাছ থেকে কাউকে আমাদের অভিভাবক কর এবং তোমার কাছ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও ৷" (৪:৭৫)
পৃথিবীতে মাজলুমের আর্তনাদ শুনার জন্য যখন কেউ নেই তখন "করোনা" নামক আল্লাহর গজব আপতিত হয়েছে।পাঠক,লক্ষ করুন,যেদিন থেকে আল্লাহর গজব শুরু হয়েছে সেদিন থেকেই বিশ্বে মাজলুম মুসলমানদের রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে।বলা যায়,নির্যাতিত মুসলমানদের জন্য করোনা একটি আশির্বাদ।
চীন,ফিলিস্তিন,সিরিয়া,লিবিয়া,মিসর,স্পেন, ভারত,কাশ্মির সবখানেই মুসলমানরা নির্যাতিত হচ্ছিল,আজ ক্ষণিকের জন্য হলেও জালেমরা পরাস্ত;বিশ্বে নির্যাতিত মুসলমানরা ক্ষণিকের জন্য হলেও নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু বাংলাদেশে জুলুম নির্যাতন এখনো বন্ধ হয়নি।সাম্প্রতিক করোনা সংক্রান্ত সতর্কতামূলক লিফলেট বিতরণের সময় চারজন শিবির কর্মীকে আওয়ামী পুলিশ গ্রেফতার করে। আওয়ামী গোন্ডাবাহিনী একজর শিবির দায়িত্বশীলকে কুপিয়ে জখম করে।এই জুলুমবাজ ও জুলুমবাজদের সমর্থনকারীদের থেকে আল্লামা সাঈদীর মুক্তির দাবি আশা করা আর আলো ভেবে আলেয়ার পিছনে দৌড়ানো নির্বুদ্ধিতা বটে।হে মাবুদ!তোমার গজব দিয়ে প্রতিটি জালেমকে তুমি পাকড়াও করো ও মাজলুমদেরকে হেফাজত করো এবং তোমার কুদরতি সাহয্যা দিয়ে আমাদের প্রাণের স্পদন কুরআনের পাখিসহ অন্যান্য নেতা-কর্মীদের মুক্তির ব্যবস্হা করে দাও।আ-মীন!!
--------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।
0 Comments