Recent Tube

আমি দূর আরবের স্বপ্ন দেখি; আব্দুস সালাম আজাদী।

       
           আমি দূর আরবের স্বপ্ন দেখি;

   আমি আমার জীবনে প্রথম যে ছোট ছোট আরবি বাক্য লিখেছিলাম। তা আজ ডায়েরির পাতা খুলে পড়লাম, হাসলাম, কাঁদলাম এবং আনন্দে শুকরিয়া স্বরূপ হামদ পড়লাম। লিখেছিলাম,
 مُحَمَّدٌ صلى الله عليه وسلم حَبِيبِي، وَهُوَ في المدينية ينوم (ينام). أنا أريد النوم هناك. أكون جاره
 মানে মুহাম্মাদ (সা) আমার বন্ধু। তিনি মদীনায় ঘুমাচ্ছেন। আমি সেখানে ঘুমাতে চাই। আমি তাঁর প্রতিবেশি হবো। 

এটা ছিলো আমার ক্লাস সিক্সে লেখা। জয়নগর মাদ্রাসায় পড়ার সময়ে। মদীনায় যাবার ভাবনা সেই ১৯৭৮ সালে হয়েছিলো। আল্লাহ পূরণ করেছিলেন ১৯৮৯ সনে। কে জানতো আল্লাহ তাআলা ১১ বছর পর ঐ দুয়াটা কবুল করবেন?!!

আমি তাই বলি, আল্লাহ কাওকে ফেরান না, যদি দুয়াটা হয় মনের গহীন থেকে।
---------------------------------------------------------------  
লেখকঃ  ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা আলোচক ও দাঈ।   

Post a Comment

0 Comments