Recent Tube

আমার লেখা তাদের জন্য! ইবনে যুবাইর।

 
    যারা ইসলাম,সমাজ রাষ্ট্র,বিশ্ব রাজনীতি সম্পর্কে সচেতন নয় এবং  ক্রুসেডার রণকৌশলমুসলমানদের মধ্যে তাদের নিয়োগকৃত দালালদের সম্পর্কে সচেতন নয়,আমার লেখা তাদের জন্য।

  গণতন্ত্র পাঠশালা,'যদি আমি রণকৌশলটি জানি তবে আমাকে তাদেরকে জানাতে হবে যারা জানে না। আমার জ্ঞান, প্রজ্ঞায় তাদেরও অংশ আছে এসব অর্জনে যাদের সামর্থ্য সীমিত। আমাদের সম্পদ, বিলাসিতা, সৌন্দর্য – দিনশেষে এগুলো মূল্যহীন! সবকিছুই আমাদের মহাপ্রয়াণে ধুলোয় মিশে যায়। বেঁচে থাকে কেবল আমাদের কর্ম যা আমাদের করার কথা ছিলো, আমাদের লেখনি যা আমরা জানতাম এবং জানিয়েছি, অথবা আমরা যেটি সত্য বলে জানতাম সেটি মানুষকে জানিয়েছি কিনা, নিঃশঙ্কোচে। আমাদের সবারই নিজস্ব গন্তব্য/নিয়তি আছে। কেউ লড়ে যায়, কেউ ভুলে যায়। আমি আমারটি বেছে নিয়েছি…।"

  হয় ইতিহাস নির্ভর না হয় কোন জ্ঞানী বিদ্বানদের লেখা থেকে,আবার নিজের চিন্তা ও গবেষণা দ্বারাও আমরা কলম চলবে ততদিন যতদিন মানুষ আমার লেখা পড়তে চায়।
যেদিন আমরা লেখা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে সেদিন আমি আমাকে গুটিয়ে নেব...!
--------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।             

Post a Comment

0 Comments