Recent Tube

আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভূ। - শহীদুল বিন রশিদ।

ঝেড়ে ফেলে দিন আপনার অতীতকে কি আছে তাতে তা দেখার দরকার নেই । 
আপনি একজন জুলুমকারী ছিলেন ? 
ব্যাভিচারে লিপ্ত ছিলেন ? 
চুরি করতেন ? 
মিথ্যা বলতেন ?

আপনিই যাই ছিলেন যত পাপই আপনি, আপনার আমলনামায় লিখিয়েছেন না কেন মনে রাখবেন তার চাইতেও বিশাল আপনার রবের ক্ষমা । 
তাওবা করুন তার কাছে ক্ষমা চান ।

হীনমন্যতায় ভুগবেন না । 
আপনি দ্বীনের পথে এসেছেন লোকে হয়ত আপনাকে দেখে টিপ্পনী কেটে বলে ' আরে সেই দিনও দেখলাম অমুক তমুক পাপ করে বেড়াচ্ছে আর আজ এসেছে আমাদের দ্বীন শেখাতে ' দরকার নেই সেইদিকে নজর ফেলার ।

অন্যের কাছে মহৎ হতে পারার মধ্যে কোন লাভ নেই ,
কারো কাছে খুব ভালো মানুষ হয়ে বেঁচে থাকার মধ্যে ও কোন গৌরব নেই ।

আপনি আল্লাহ্‌র কাছে ভালো হোন । তিনিই কিয়ামত দিবসের মালিক । 
আপনি যখন অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন , কাউকে গালি দিবেন তখন ভাবুন আল্লাহ্‌ কি ভাবছেন ?

আপনি দ্বীনের পথে হাঁটা শুরু করেছেন । আপনাকে দেখে আশেপাশে লোকেরা কি বলছে দরকার নেই সেইসব নিয়ে ভেবে সময় নষ্ট করার । আল্লাহ্‌র কসম কবরে যখন আপনি একা থাকবেন তখন আপনার ভাল কাজগুলো ব্যতিত আর কোন কিছুই আপনার কাজে আসবে না ।

মানুষ যখন আপনার বিষয়ে খারাপ মন্তব্য করবে শুধু মাত্র আপনি তাকে ক্ষমা করে দিন । অচিরেই তার মন্তব্য তাকে গ্রাস করবে ।

আপনি সব লোকের কাছে ভাল হতে যাবেন না সাধারণ হয়ে যান ।

ওয়াল্লাহি সেদিন এমন বহু লোক বিনা হিসেবে জান্নাতে যাবে যাদের মূল্য দুনিয়াতে কিছুমাত্র ছিলনা , যে জীর্ণ বস্ত্রের ছিল , যে দুনিয়াতে ঠিকমতো খেতে পারতোনা ।

আমাদের দ্বীন যেন কেবল দুনিয়ার জন্য না হয় , তাদের মন্তব্যগুলো যেন আমাদের ব্যথিত না করে।

সংগৃহীত

Post a Comment

0 Comments