Recent Tube

শির্ক কি ও মুশরিকদের বৈশিষ্ট্য। শামীম আজাদ ।

 শির্ক কিমুশরিকদের বৈশিষ্ট্য
----------------------------------------    

 তাওহীদের বিপরীত হল শির্ক, (شِرْك) যার অর্থ অংশ, অংশীদারিত্ব, ঈমান কিংবা ইবাদতে অংশীদার করণ, অংশ, ভাগ, অংশীদার এবং যিনি শির্ক করেন তাকে মুশরিক (مُشْرِك) বলা হয়।

সংক্ষেপে শির্কের সংজ্ঞা হলঃ

‘‘এমন সব বিশ্বাস, কাজ, কথা ও অভ্যাসকে শির্ক বলা হয় যার দ্বারা মহান আল্লাহর রুবূবিয়্যাত, উলূহিয়্যাত ও আসমা ওয়াস-সিফাতে অপর কারো অংশীদারিত্ব বা সমকক্ষতা প্রতীয়মান হয়।’’
অপর কথায় বলা যায় : 

‘‘শির্ক হচ্ছে আল্লাহর রুবূবিয়্যাতে (কাজে), উলূহিয়্যাতে (বান্দার সকল এবাদতে) ও আসমা ওয়াস-সিফাতে (নাম ও গুণাবলীতে) অথবা এর কোন একটিতে কোন কিছুকে শরীক স্থাপন করা।”

শির্কের সংক্ষিপ্ত সংজ্ঞা কুরআনুল কারীম থেকে প্রমাণ করা যায়। 
মহান আল্লাহ বলেন :
قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ تَاللَّهِ إِنْ كُنَّا لَفِي ضَلالٍ مُبِينٍ إِذْ نُسَوِّيكُمْ بِرَبِّ الْعَالَمِينَ
‘‘তারা (মুশরিকরা তাদের উপাস্যদের সাথে) জাহান্নামে কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে: আল্লাহর কসম! আমরা তথায় (পৃথিবীতে) প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম, যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গণ্য করতাম।’’ 
সূরা আশ-শু‘আরাঃ ৯৬-৯৮

এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, মুশরিকরা তাদের উপাস্যগুলিকে মহান আল্লাহর রুবূবিয়্যাত ও উলূহিয়্যাতের বৈশিষ্ট্যে সমকক্ষ বানিয়ে নেয়ার কারণেই বিভ্রান্তিতে পতিত হয়ে মুশরিক হয়েছিল।

মুশরিকদের বৈশিষ্ট্যঃ

ذَلِكُمْ بِأَنَّهُ إِذَا دُعِيَ اللَّهُ وَحْدَهُ كَفَرْتُمْ وَإِنْ يُشْرَكْ بِهِ تُؤْمِنُوا فَالْحُكْمُ لِلَّهِ الْعَلِيِّ الْكَبِيرِ
[তাদেরকে উত্তরে বলা হবে] ‘তোমাদের শাস্তি এই জন্য যে, যখন এক আল্লাহকে ডাকা হত তখন তোমরা তাঁকে অস্বীকার করতে আর যখন তাঁর সাথে শরীক করা হত তখন তোমরা বিশ্বাস করতে; সুতরাং যাবতীয় কর্তৃত্ব সর্বোচ্চ, মহান আল্লাহর’।
 সূরা আল-মুমিনঃ ১২

আল্লাহর বান্দাকে অংশ সাব্যস্ত করে শির্ক করে 
وَجَعَلُوا لَهُ مِنْ عِبَادِهِ جُزْءًا إِنَّ الإنْسَانَ لَكَفُورٌ مُبِينٌ
আর তারা তাঁর (আল্লাহর) বান্দাদের মধ্য হতে কতকতে তাঁর অংশ সাব্যস্ত করেছে, নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। 
সূরা আয-যুখরুফঃ ১৫

মুশরিকরা বহু ইলাহ গ্রহণ করে

وَاتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ آلِهَةً لِيَكُونُوا لَهُمْ عِزًّا كَلا سَيَكْفُرُونَ بِعِبَادَتِهِمْ وَيَكُونُونَ عَلَيْهِمْ ضِدًّا
আর তারা আল্লাহকে বাদ দিয়ে বহু ‘ইলাহ’ গ্রহণ করেছে, যাতে ওরা তাদের জন্য সাহায্যকারী হয়। কক্ষনো নয়, এরা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে।
সূরা  মারইয়ামঃ ৮১-৮২

وَاتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ يُنْصَرُونَ لا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُحْضَرُونَ
তারা আল্লাহর পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে, এই আশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে। এরা তাদের কোন সাহায্য করতে সক্ষম নয়, বরং এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনীরূপে হাযির করা হবে। 
সূরা ইয়াসিনঃ ৭৪-৭৫
------------------------------------------------------------      
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।       

Post a Comment

0 Comments