Recent Tube

মায়ের কান্দন যাবজ্জীবন - সুপ্রিয় সুপ্রকাশ।

 
 মায়ের কান্দন যাবজ্জীবন
 

রায়হানের মায়ের বুকফাটা আর্তনাদ,কান্নায় ভারী হওয়া আকাশে মানুষের আহাজারি, আহারে মা..!! বড় ছেলে বড় আদরের সন্তান, যে হাত ধরে তিনি রায়হানকে  হাঁটতে শিখিয়েছেন, সে পোড়া হাতের দৃশ্য তাঁকে দংশন করছে ক্রমাগত। এক মুহূর্তের জন্য তিনি কি  ভুলে যেতে পারেন সে দিনগুলোর স্মৃতি?  কারণ তিনি মা, তাঁর অভিব্যক্তি অনেক গভীর, স্নেহের জালে ঘেরা তাঁর সন্তান। একদিন কবরে ফুল দিয়ে যাবেন অনেকেই, কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে বারবার মূর্ছা যাবেন, শুধু তাঁর মা। কারণ তিনি মা, তাঁর মমতা অতুলনীয়। সীমারের বুকে ও কাঁপন ধরে যায় মায়ের এ কান্নায়। আহারে ইয়াজিদের দল মেরেই যখন ফেলবি প্লাস দিয়ে নক উপড়ে ফেললি কেন? কত নির্মম,কতই না নৃশংস এ হত্যাকান্ড। নিয়োগ বানিজ্যের দলীয়করণ যে কতই না ভয়াবহ,কতটা বিপদজনক...!!  কতটা বিবেকহীন আইনের অপশাসন, দিনে দিনে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে..দলকানা আর দিনকানা দের ছানি পড়া চোখে তার অবলোকন হয়না। উন্নয়নের মায়াজালের বিভৎস ফসল দেখি, দেখি হায়েনারডাক। কাঁদো মা কাদো জাতি..!! ধর্ষনের দেশে বিবেকের ধর্ষনে ধর্ষিত হই প্রতিনিয়ত। ক্ষতবিক্ষত অন্তরআত্নায় বিবেকের দংশনে দলিত হয় মানবসত্তা। 
মনে হয় আজ রায়হান মরে নাই মরে গেছি আমি..তুমি !! রায়হানের মা কাঁদে না আজ কাঁদে আমার মা নয়তো তোমার জননী......!! মায়ের কান্না যদি হয় যাবজ্জীবন......!!  তবে আজকের 
এ কান্নাই কি জাতীর কপালে যাবজ্জীবন.....?? 
এসব মৃত্যু যাদের বিবেক কে নাড়া দেয় না তারাই মসনদের মাতোয়ারা সুখে উন্নতির কোরাস গাইছে।।
--------------------------------- 
লেখকঃ কলামিস্ট, প্রবন্ধ ও আর্টিকেল লেখক।

Post a Comment

0 Comments