Recent Tube

সময়ের অপচয়; নূর মুহাম্মদ চৌধুরী।

                     সময়ের অপচয়;

কোন দান অকপটে  হয় অপচয়-
হায়াত, জীবন -যাহা হিসাবে সময়।
সময়ের অংকেতে বাধাঁ মোর প্রান - 
প্রতিক্ষনে অযতনে হয় খান খান।
হুশিয়ার হতে হতে হয়ে যায় ক্ষয়,
ধরিতে পারিনা তারে আফসোস  রয়।
এ-ভবে সময় যাহা সবচেয়ে দামী -
তারেই বিনাশ করি দিবানিশি আমি।

যাহার কসম গাঁথা খোদার বিধানে- 
ত্রি -চরন হুশিয়ারি সকলেই জানে।
যে-জন ধরিছে তারে সে-ই সারথক,
ভু-লোকে কজন তার  সফল স্বারক।  
সময়ের যথার্থতা কভু নাহি হয়,
কবিয়াল লিখে তাই কাটায় সময়।।
--------------------------------- 

Post a Comment

0 Comments