Recent Tube

জাহান্নামীদের চারটি আবেদনসংকলনেঃ ৷ মাওলানা জালাল উদ্দীন।


জাহান্নামীদের চারটি আবেদন
সংকলনেঃ মাওলানা জালাল উদ্দীন। 

১ম আবেদন

লক্ষ কোটি বছর আগুনে পোড়ার পর জাহান্নাম বাসীরা প্রথম আবেদন করে বলবে, 
(رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ عُدْنَا فَإِنَّا ظَالِمُونَ)
হে আমাদের পালনকর্তা! এ থেকে আমাদেরকে উদ্ধার কর; আমরা যদি পুনরায় তা করি, তবে আমরা গোনাহগার হব।
সূরা আল মুমিনুনঃ ১০৭

তাদের এই আবেদনের প্রতি উত্তরে 
( قَالَ اخْسَئُوا فِيهَا وَلَا تُكَلِّمُونِ)
আল্লাহ্ বলবেন: চুপ থাকো! এখানেই জ্বলতে পুড়তে থাকো৷
সূরা আল মুমিনুনঃ ১০৮

জাহান্নামীরা প্রভুর রহম থেকে নিরাশ হয়ে যাবে৷ তারা বুঝে যাবে, এখান থেকে আর কখনো বের হওয়া সম্ভব নয়৷ তারপর আরো কেটে যাবে অসংখ্য হাজার বছর৷

২য় আবেদন 

এবার জাহান্নাম বাসীরা জাহান্নামের প্রধান দারোগাকে ডেকে বলবে, 
(وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ)
হে মালেক! তোমার রবকে একটু বলো না, তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন!
সূরা যুখরুফঃ ৭৭

মালেক ফেরেশতা তাদের বলবে, 
(قَالَ إِنَّكُم مَّاكِثُونَ)
এভাবেই তোমাদের এখানে বেঁচে থাকতে হবে৷
সূরা যুখরুফঃ ৭৭

এরপর আরো কেটে যাবে অসংখ্য হাজার বছর৷

৩য় আবেদন 

এবার জাহান্নামবাসীরা আবেদন জানিয়ে ফেরেশতা মালেককে বলবে, 
(وَقَالَ الَّذِينَ فِي النَّار لِخَزَنَةِ جَهَنَّم اُدْعُوَا رَبّكُمْ يُخَفِّف عَنَّا يَوْمًا مِنْ الْعَذَاب }
ওহে জাহান্নামের ফেরেশতা! তোমার রবের কাছে একটি আবদার আমাদের পৌঁছে দাও৷ অন্তত: একটি মাত্র দিনের জন্য হলেও যেন তিনি আমাদের আযাব বন্ধ রাখেন!
সূরা আল মুমিনঃ ৪৯

এবার ফেরেশতা তাদের কৈফিয়ত করে বলবে, 
( أَوَلَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُم بِالْبَيِّنَاتِ ۖ قَالُوا بَلَىٰ ۚ قَالُوا فَادْعُوا ۗ وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ)
কেন? এখন কেন? দুনিয়াতে থাকতে মনে ছিলো না, যখন দ্বীন প্রচারকগণ আল্লাহ্ পাকের নিদর্শন দেখিয়ে তোমাদের শুধরে যেতে বলতেন! জাহান্নামীরা তখন অপরাধ স্বীকার করবে৷ এবার চরম ভাবে তাদের নিরাশ করে দিয়ে জাহান্নামের ফেরেশতা বলবে, এখন যতই প্রার্থনা করো কোন লাভ হবে না৷
সূরা আল মুমিনঃ ৫০

৪র্থ আবেদন 

আবার কেটে যাবে অগনীত হাজার বছর৷ এবার জাহান্নাম বাসীরা আবেদন জানাবে জান্নাত বাসীদের নিকট৷ তারা করুণভাবে তাদের ডেকে বলবে, 
(وَنَادَىٰ أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ)
ওহে সৌভাগ্যবান জান্নাতের অধীকারীগণ! একটু পানি আমাদের দিকে ঢেলে দাও৷ কিম্বা তোমাদেরকে আল্লাহ যে রিযিক দান করেছেন তা থেকে কিছু আমাদের দিকে ছুঁড়ে মারো৷
সূরা আরাফঃ ৫০

জান্নাত বাসীরা প্রতি উত্তরে বলবে, 
(قَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ)
কাফেরদের জন্য তো আল্লাহ্ এগুলো হারাম করে দিয়েছেন৷
সূরা আরাফঃ ৫০

জান্নাতের নেয়ামত তাদের জন্য হারাম যারা

(الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَهْوًا وَلَعِبًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنيا.)
দুনিয়ায় দ্বীন ও ধর্ম নিয়ে তামাশা করতো!
যাদেরকে পার্থিব জীবন ধোকায় ফেলে রেখেছিলো৷
সূরা আরাফঃ ৫১

এবার আল্লাহ বলবেন, 
(فَالْيَوْمَ نَنسَاهُم كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَٰذَا وَمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ)
আজ আমিও তাদের ভুলে যাবো যেমনটা তারা এই দিবসটিকে ভুলে গিয়েছিলো এবং আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিলো৷
সূরা আরাফঃ ৫১
---------------------------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ ও আলোচক।     

Post a Comment

0 Comments