Recent Tube

জেগে উঠ বাংলাদেশের আপামর জনতা! ---ইবনে যুবাইর

   জেগে উঠ বাংলাদেশের আপামর
   জনতা!

উপরে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৩ নেতা বর্তমানে গুম রাজ্যের অধিবাসি।তাদের তুলে নিয়ে গেছে ডিবি পুলিশে লুকিয়ে থাকা ভারতীয় গুমবাহিনী!

নিচে বাম থেকে ছবিটি সিলেট জেলার রায়হান নামক এক যুবকের।১০ হাজার টাকা দিতে না পারায় সিলেট পুলিশ ফাড়িতে নিয়ে গিয়ে রাতভর নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে  হত্যা করা হয়েছে। নিহত রায়হানের মাত্র ২ মাসের একটা সন্তান আছে।ছেলেটি হারাল তার বাবাকে,স্ত্রী হারাল স্বামী,বাব মা হারাল কলিজার বাধন সন্তানকে।
তারপরের ছবি দু'টি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহি আমান আযমী এবং বিএনপি নেতা ইলিয়াস আলীর।রাষ্ট্র তাদের গুম করেছে।
তাদের স্ত্রী,সন্তান,আত্নীয় স্বজন  এখোন পথ চেয়ে আছে তাদের ফিরে আসার অপেক্ষায়।
স্বজন হারানোর বেদনা ভুক্তভোগী ছাড়া আর কে বা জানে।
এভাবে যদি গুম খুনের তালিকা করা হয় তবে এই মিছিলের ইতিহাস হবে অনেক লম্বা।
কেবল ছাত্র অধিকার পরিষদের নেতাদের নয়,এই অবৈধ সরকার যতজনকে গুম করেছে  গুনে গুনে গুম হওয়া প্রতিটি ব্যক্তিকেই তার পরিবারের নিকট ফেরত দিতে বাধ্য করার জন্য দূর্বার আন্দোলনের ডাক দিয়ে রাস্তায় নেমে পড়তে হবে।  
এই অবৈধ খুনি সরকারের ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই।গর্জে উঠুক দেশের যুব সমাজ,গর্জে উঠুক বাংলাদেশ।গণবিস্ফোরণের তীব্রতায় পতন হোক অবৈধ খুনি সরকারের।
---------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।        

Post a Comment

0 Comments