Recent Tube

আহবান। -- মু. রুকুনুজ্জামান চৌধুরী।

আহবান ;
মু. রুকুনুজ্জামান চৌধুরী। 

আসুন 
প্রতিবাদে আগলে রাখি
নিজের অধিকার 
হয়ত ফিরে পেতেও পারি
আপন স্বাধিকার।। 

হয়তো অনেক হয়েছে দেরি 
বুঝার ছিল আগে? 
থাকনা এসব রাগের কথা
রাগ বিরাগীর খাগে।

আজকে থেকেই এই শপথে
আসুন এগিয়ে যাই
সবাই মিলে এক হলে যে 
ওদের রক্ষা নাই?

ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত 
এক একাট্টা  হলে 
আসুন সবাই এক হয়ে যাই 
---------------------------------
লেখকঃ হিসাবের কেউনা। 

Post a Comment

0 Comments