Recent Tube

এই সেই সৌভাগ্যবান প্রাক্তন পাদ্রি; নওমুসলিম মরহুম আব্দুল্লাহ স্পিরিটো। --জিয়াউল হক।

এই সেই সৌভাগ্যবান প্রাক্তন পাদ্রি; নওমুসলিম মরহুম আব্দুল্লাহ স্পিরিটো-
 --------------------------------- 
     আজ হতে প্রায় সিকি শতাব্দি আগেকার ছবি। প্রাক্তন খৃষ্টান পাদ্রি ও নওমুসলিম মরহুম আব্দুল্লাহ স্পিরিটো। আব্দুল্লাহর ইসলাম গ্রহণের হৃদয়গ্রাহী ও চমৎকার গল্পটা রয়েছে আমার প্রায় দুই তিনটা বইয়ে ('টাইন নদীর ওপার থেকে', 'বিদায় বন্ধু দেখা হবে জান্নাতে' এবং 'মহাকালের শপথ')। 

মৃত্যুর আগ পর্যন্ত মরহুম আব্দুল্লাহর দাওয়াতে ৪৩ জন (তাঁর স্ত্রী'সহ) অমুসলিম ইসলাম গ্রহণ করেন। শেষ স্বাক্ষাতের দিন বিদায় নেবার মহুর্তে আামর হাতদুটো ধরে বলেছিলেন; We will meet again in Jannat অর্থাৎ আবারও আমাদের দেখা হবে জান্নাতে।  

হঠাৎ করেই পুরোনো এ্যলবামে ছবিটা পেলাম। আমার শ্রদ্ধেয় পাঠকদের অনেকেই মরহুম আব্দুল্লাহ স্পিরিটোকে চেনেন আমার লেখার মাধ্যমে। আল্লাহ যেন মরহুমকে জান্নাতের মেহমান বানিয়ে রাখেন।  
(ছবিতে তার সামনে বসে স্বাক্ষাৎকার নিচ্ছি, ১৯৯৬)
---------------------------------------------------------- 
লেখকঃ  ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা গীতিকার ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments