Recent Tube

প্রিয় মানুষগুলো চলে যায়,প্রিয়জনকে ছেড়ে..এ পরপারের মিছিলে। --রাজিন সালেহি।

প্রিয় মানুষগুলো চলে যায়,প্রিয়জনকে ছেড়ে..এ পরপারের মিছিলে 

আজ আরেকজন প্রিয় বড় ভাই, "আজাদ ভাই "এর না ফেরার দেশে পাড়ি জমানোর দিন। গতকালের এই সময়ের আজাদ ভাই আজকে " লাশ" নামে অভিহিত হবেন....!! 
যে কথাটি কস্মিক কালে ভাবেনি কোনও আপনজন। আহারে জীবন, এইতো জীবন.. জীবনের ক্ষানিক সফরের শেষে সবাইকে পাড়ি দিয়ে যেতে হবে দূর- বহুদূরে মহান রবের সান্নিধ্য পেতে!এটাই তো একজন মুমিনের আজীবনের শিশু অভিলাষ। হে আজাদ ভাই, আপনার প্রতিদিনের  দোয়া,আপনার চাওয়া, মহান আল্লাহ রাব্বুল আলা মিন কবুল করুন। যার জন্য জমিনে সিজদায় মস্তক অবনত করতেন তিনি যেনো আজ আপনাকে সম্মানিত করেন তার আরশের সুশীতল ছায়ায়। জান্নাতের অমিয় সূধা পান করুন আমলে বরযখে থেকে।। কালিমার স্বপ্নভরা চোখে আজ জ্বলজ্বল করে উঠুক জান্নাতি কাজল...!! যে স্বপ্নের শুরু তুমি দেখিয়ে গেলে আপন আলোয় তা পরবর্তী প্রজন্মের জন্য হোক কালেমার গোপন শক্তি।।
সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে মৃতুকে আলিঙ্গন করে গেলে তুমি..! এটাই ত গৌরবের এটাই ত গর্বের নয় কি...?? কালেমার কাপনে আবৃত থাকুক তোমার জান্নাতি জীবন..কারন তুমি ঐ এক কালেমার সৈনিক।
------------------------------------------------------------
লেখকঃ কলামিস্ট, ও প্রবন্ধ লেখক। 

Post a Comment

0 Comments