Recent Tube

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর ভাষায় ৭১ টিভিতে যারা যায় তারা অভদ্র সোজা বাংলায় বেয়াদব! --কুতুব শাহ।

  সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর ভাষায় 
৭১ টিভিতে যারা যায় তারা অভদ্র সোজা বাংলায় বেয়াদব! 

আ'লীগ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছিলেন " কোন ভদ্র লোক ৭১ টিভিতে যাওয়া উচিত না"।

এর মানে, ৭১টিভিতে যারা যায় তারা অভদ্র সোজা বাংলায় বেয়াদব!

এত নেগেটিভ শক্ত মন্তব্যে করার পরেও কেউ তো তোফায়েল আহমেদের বিরুদ্ধে বলেনি। এখন ওলামায়ে ক্বেরামের পক্ষ থেকে যখন ৭১টিভি বয়কটের ডাক এসেছে তখন কেন জ্বলছে? আবার ৭১এর চেতনা খোঁজা হচ্ছে? এর মানে তোফায়েল সাহেবও কি চেতনা বিরোধী?

Post a Comment

0 Comments