এবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের আপত্তিকর কার্টুন প্রকাশ করেছে ফ্রান্সের উগ্রবাদী ম্যাগাজিন ‘শার্লি এবদো’।
এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে আঙ্কারা। বুধবার ২৮ অক্টোবর ম্যাগাজিনের প্রচ্ছদে এরদোয়ানের অশ্লীল কার্টুন ছাপানো হয়। তুরস্ক বলছে, এটি সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা।
শার্লি হেবদোর প্রচ্ছদে প্রকাশিত ছবিতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান একটি সাদা টি-শার্ট এবং অন্তর্বাস পরে বসে আছেন। পাশে হিজাব পরিহিত এক নারী মদের পসরা সাজিয়ে অর্ধ-নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন।
এছাড়া ফ্রান্স সাফ জানিয়ে দিয়েছে তারা ইসলাম নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন বন্ধ করবেনা এবং তাদের ভাষায় মুসলীম মৌলাবাদীদের কাছে মাথা নত করবেনা!
👉 ব্যাপক হ্যাশট্যাগ এবং নিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ অব্যাহত থাকুক।
#BoycottFrance #BoycottFrenchProducts
#StopIslam-
------------------------------------------------------------- ophobia #ShameOnFrance
0 Comments