Recent Tube

বিতি কিচ্ছা-৪৯ নুর মুহাম্মদ চৌধূরী।


               বিতি কিচ্ছা
                    পর্ব-৪৯;


সব দোষ ন্দঘোষে:
----------------------------------- 
   নিরাপদ,  আনন্দদায়ক ও আরামদায়ক  ভ্রমনের জন্য রেলগাড়ির গ্রহনযোগ্যতা ছিল প্রশ্নাতীত। হাল আমলে তার ব্যাতয় ঘটেছে। শুরু হল আত্নীয় স্বজনের কাছ থেকে কান্নাকাটি করে বিদায় নিয়ে রেলগাড়ি চড়ার দিন। ডিজিটাল অগ্রযাত্রার যুগে এ অবস্থা অকল্পনীয় হলেও বাস্তবতা আজ এটিই। দু'দিনের মাথায় উপুর্যপুরী রেল সড়কে মৃত্যুর ঘটনাকে রীতিমত মৃত্যুর মিছিল বললে ভুল হবে না। তবে এর দায় ভার নিয়ে কারো তেমন একটা মাথাব্যথা নাই। "মগের মুল্লুক "বলে একটা কথা আছে না? সরকার এর সবকিছুতেই বিরোধীদলের তথা জামায়াত-শিবিরের  কারসাজীর অস্তিত্ব খুজে পায়। তবে জামায়াতকে নিশ্চিহ্ন করার মেগা প্রকল্প হাতে নিয়ে তার বরাদ্দের কয়েকগুণ তৈল-পানিয় খরছ করার পরও দেখা যায় জামায়াত তার নিজস্ব অবস্থানে বহাল তবিয়তে বিদ্যমান। কিছুদিন হল জামায়াত তাদের কেন্দ্রিয় আমীর নির্বাচন করল। কোনরূপ হৈ চৈ, হাঙ্গামা ছাড়া এখনও এদের কাউন্সিল সম্পন্ন হয়।  উপরন্তু নিশ্চিহ্ন হল দেশের বিশাল বিশাল স্বঘোষিত  বুদ্ধিজীবি ও তাদের মদদপুষ্ট সংঘটনগুলো। স্বয়ং সরকারেরও পায়ের তলায় মাটি আছে কিনা ভাবার বিষয়। এ অবস্থায় পিয়াজ আর লবন নিয়ে যে তুলকালাম কাণ্ড সংঘটিত হচ্ছে দেশে তার দায়ভার চাপিয়ে বিরোধী মহলকে কোনঠাসা করার নতুন ফন্দি নিয়ে সংশ্লিষ্ট মহলের ব্যস্ততার কোন অন্ত নাই। যত দোষ - সব নন্দ ঘোষের।
--------------------------------- 

Post a Comment

0 Comments