Recent Tube

রাসূল সাঃ কে যে গালি দিবে অথবা কটাক্ষ করবে সে অবশ্যই জারজ সন্তান।


রাসূল সাঃ কে যে গালি অথবা কটাক্ষ করবে সে অবশ্যই জারজ সন্তান। 

এবং আরও ৮ টি খারাপ গুণ বিদ্যমান তার ভিতরে থাকবে যেমন ওলীদ ইবনে মুগীরার ছিল।
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ 
(১) যে অধিক শপথ করে, (২) যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।  
هَمَّازٍ مَّشَّاء بِنَمِيمٍ 
(৩) যে পশ্চাতে নিন্দা করে (৪) একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।  
مَنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ 
(৫) যে ভাল কাজে বাধা দেয়, (৬) সে সীমালংঘন করে, (৭) সে পাপিষ্ঠ,
عُتُلٍّ بَعْدَ ذَلِكَ زَنِيمٍ 
(৮) কঠোর স্বভাব, (৯) তদুপরি জারজ
সূরা আল ক্বলম-১০-১৩

১। সে মিথ্যা শপথ কারী, 
২। মর্যাদাহীন(গাঁয়ে মানে না আপনি মোড়ল), 
৩। নিন্দুক (গীবতকারী), 
৪। চোগলখোর, 
৫। সৎকাজে বাধা দানকারী, 
৬। জালেম (সীমালংঘনকারী), 
৭। চরম পাপিষ্ঠ( ঝগড়াটে), 
৮। পাষান হৃদয়, 
৯। সর্বোপরি জারজ সন্তান।''
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments