ধর্ষণ কি এবং নুরু কোন আদালতের বিচারক?
নুর ধর্ষণ করেনি।তার একজন সহযোগি মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে।মেয়েটি নুরের নিকট ধর্ষণের বিচার চায়লে নুর বিচার করে দেয়নি।
নুরের অপরাধটা এখানেই।তাই তাকে ধর্ষণের সহযোগি হিসাবে দালাল মিডিয়া প্রচার করছে এবং নুরকে গ্রেফতারের দাবিতে প্রোপাগান্ডা চালাচ্ছে।
এখানে দু'টি প্রশ্ন।
এক. নুরু কি দেশের কোন আদালতের বিচারক?জবাব,'না'।
তাহলে নুরুর নিকট বিচার চাওয়া কোন আইনে?
দুই. বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক-এটা ধর্ষণ হয় কিভাবে?
উভয়ের সম্মতিক্রমে অবাধ মেলামেশা দেশের প্রচলিত কোন আইনে ধর্ষণ নয়।এটি হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা।
ধর্ষককের বিচারের দাবিতে চলমান আন্দোলন কি যৌক্তিক?জবাব,'না'।'না' কেন?ধর্ষক যত সবাই আওয়ামী লীগের।নেত্রী হাসিনা।হাসিনার কথায় এ দেশে আইন বিচার।
হাসিনা কি আওয়ামী ধর্ষকদের বিচার করবে,১২ বছরেও কি একটি ধর্ষককের সাজা হয়েছে,ভিকটিম ন্যায় বিচার পেয়েছে? না পায়নি।
হাসিনা কি দেশের বৈধ সরকার?না,বৈধ নয়।
যে সরকার বৈধধ নয় তার বিচার ব্যাবস্হাও বৈধ নয়।তো এই অবৈধ সরকারের নিকট বিচার চেয়ে আন্দোলন করার কোন যৌক্তি নেই।অবৈধ সরকারের পতনের দাবিতেই কেবল আন্দোলন হতে পারে।এর বাইরে কোন ইস্যু নিয়ে আন্দোলন করা বুদ্ধিবৃত্তিক দেওলিয়াত্ব ছাড়া কিছুই নয়।
------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।
0 Comments