Recent Tube

ইসলামী চিন্তা ধারার ব্যাপারে আওয়ামী লীগের সাথে বিএনপিকে যারা এক কাতারে গুলিয়ে ফেলবে তারা রাজনীতি সম্পর্কে এখনো বালক রয়ে গেছে। -ইবনে যুবাইর।


ইসলামী চিন্তা ধারার ব্যাপারে আওয়ামী লীগের সাথে বিএনপিকে যারা এক কাতারে গুলিয়ে ফেলবে তারা রাজনীতি সম্পর্কে এখনো বালক রয়ে গেছে।

    এই রাজনীতির বালকগুলোই বিএনপির সাথে জামায়াতের রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন তুলে থাকে।
    রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য যারা মসজিদ মাদরাসায় জঙ্গি খুঁজে,মাদরাসাকে বলে জঙ্গির আঁতুড় ঘর,ইসলামী মাহফিল সভা সমাবেশ বন্ধ করে,দেশের জাতীয় স্বার্থ বিকিয়ে দিতেও কার্পন্যবোধ করে না তারাই আওয়ামী লীগ।

     বিএনপি নিজে ইসলাম কায়েম করার কথা বলে না,ইসলাম কায়েম করতেও চায়না,ওয়াজ মাহফিলে বাধাও দেয় না,জঙ্গি নাটক সাজিয়ে ইসলামকে জঙ্গি ধর্ম হিসাবে প্রচারও করে না,জাতীয় স্বার্থকে রাজনীতির খাতিরে বিকিয়ে দেয় না,কেউ ইসলাম কায়েম করতে চায়লে তাকে বাধাও দেয় না।
এই মোটা দাগের কথাগুলো যারা বুঝতে অক্ষম  এরা তো বুদ্ধিপ্রতিবন্ধি জীব।

    বুদ্ধিবৃত্তিক দেওলিয়া কোন নেতা জামায়াতে নেই।জামায়াত যা ৪৯ বছর আগে বুঝেছিল জাতি ৪৯ বছর পর তা বুঝছে পেরেছে।জাতি তারপরও এ দেশের মাটিতে জামায়াতের রাজনীতির অপরিহার্যতা স্বীকার করতে পারেনি।জামায়াতের রাজনীতির মূল্যায়ণ করতে পারেনি।
আবার এক শ্রেণীর বুদ্ধিজীবি চোরমোনাই এর বিক্ষোভ মিছিল নিয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলছে,জামায়াত কেন পারল না এতবড় মিছিল করতে।
   এসব বুদ্ধিজীবি কেবল ফেবুতে উদয় হয় তা কিন্তু নয়।টিভি টকশোতেও এদেরকে পাইকারীহারে দেখা যায়।
চোরমোনই আর জামায়াতকে এক সাথে গুলিয়ে ফেলার মত নালায়েক লোকগুলোকে নিয়ে শুধু করুনা করা যায়,মূল্যায়ণ নয়।
------------------------------------------------------------ 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments