Recent Tube

এবার ফ্রান্সকে তুলোধুনো করলো রাশিয়া! ---কুতুব শাহ।

এবার ফ্রান্সকে তুলোধুনো করলো রাশিয়া!

 ম্যাক্রোনের দুর্বল বোলিং এর সুযোগ নিয়ে ওয়ান্ডারফুল শট খেলেছে রাশিয়া। বল একদম স্টেডিয়ামে বাইরে! হাত তালি।

    রুশ প্রসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের বলেন, ইসলামের নবী (সা.) এর অবমাননা করার কারণে ফ্রান্সে সহিংসতা বেড়ে গেছে। কাজেই সবার আগে এ ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে। মস্কো থেকে বার্তা সংস্থা রিয়ানোভোস্তি জানিয়েছে, দেশটি বলেছে, কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত হানা রাশিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

   কী দারুন টাইমিং। ম্যাক্রোন অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থে পেস বল করেছে আর পুতিন ফ্রন্ট ফুটে এসে ফুল ফেইসে ব্যাট চালিয়ে বলকে কাভার অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করলেন! দ্যাট ইস টেক্সট-বুক শট।

   ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথে রাশিয়ার ম্যাচ সব সময় টানটান উত্তেজনা পূর্ণ। ফ্রান্স হল বিশ্বের তৃতীয় অস্ত্র রপ্তানীকারক দেশ এবং তাদের অন্যতম বাজার মুসলীম দেশ সমুহ। ফ্রান্সের প্রতি মুসলীমদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখে সুযোগ নিলেন রাশিয়া সামনে এসে দারুণ শট খেললেন। ফ্রান্সকে একা নয় পুরা পশ্চিমা বিশ্বকে এক হাতে নিলেন রাশিয়া।

   কাতার, তুরস্ক, ইরান, চীন, পাকিস্তান, রাশিয়া নিয়ে নতুন এক জোটের সমীকরণ নিয়ে বিশ্ব রাজনীতিতে অনেকদিন ধরে জল্পনা কল্পনা আছে। ফ্রান্স ইসুতে তুর্কী, পাকিস্তান, কাতার শক্ত অবস্থানে। এই মূহুর্তে ফ্রান্সের প্রতি রাশিয়ার এই প্রতিক্রিয়া মুসলীম বিশ্বে সাবাস পাবে তাতে সন্দেহ নাই। তাই একদম ফ্রন্টে এসে খেল্লেন পুতিন। এর নামই অভিজ্ঞ প্লেয়ার।

   আমরা গ্যালারিতে বসে আছি পুতিন মামা! তুমি খেলে যাও। তবে লিবিয়া আর সিরিয়ায় তোমার খেলায় হতাশ। সেখানে নোংরা খেলা বন্ধ করো।

    মুর্খ মুরীদেরা বলবে পীর্সাপ তো ক্রিকেট ম্যাচ দেখে! আ রে নাহ, আমার সেক্রেটারিকে দেখতে বলি।
----------------------------------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments