"চরমোনাইর প্রোডাক্ট" এর সেম্পল দেখে অবাক হচ্ছি!
সারাদিন বিভিন্ন স্ট্যাটাসে পাঠক কমেন্টের মধ্যে যেটা বেশ ভাবিয়েছে তা'হলো "চরমোনাইর প্রোডাক্ট" এর সেম্পল দেখে অবাক হচ্ছি!
যদিও ব্যাক্তির কোন স্বভাবের সাথে দলকে জড়িত করা ঠিক না। কিন্তু ব্যাক্তি যদি বড় পাব্লিক ফিগার হয় পাব্লিক এসব প্রশ্ন করে দলকে টানে।
গত বছর ঠিক এই সময় উস্তাজ হাবিবুর রহমান মিসবাহ দাঃবাঃ মিযানুর রহমান আযহারীকে উপদেশ দিয়েছিলেন "জামায়াতের সাথে সম্পর্কচ্ছেদ করতে। তার থিওরীতে জামায়াত সংশ্লিষ্টতা নাকি ব্যাক্তিকে ধ্বংস করে দেয়! তিনি তার পীর সাহেবের রেফারেন্সও দলীল হিসাবে উল্লেখ করেছিলেন।
গত বছর চরমোনাইর বড় হুজুর টাইম লাইনে ছিলেন "ও রে বাটপার" ডায়ল দিয়ে। এই বছর আল্লামা মামুনুল হক্বকে "মামুন্যা" ট্যাগ দিয়ে কিছু নোংরা বক্তব্যের মাধ্যমে। আর তার ছোট ভাই উস্তাদ হাঃরাঃমি নিয়ে কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন।
এসব বিবেচনা করে পাব্লিকের মনে হতে পারে এই হল, চরমোনাই প্রোডাক্ট।
হ্যাঁ, অন্যদিকে উস্তাদ রফিকীর মত উন্নত প্রোডাক্টও আছে তা কি অস্বীকার করতে পারবেন? এটাই আপাতত বড় এসেট।
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।
0 Comments