Recent Tube

৫০ বছরের গবেষণায় চারটি বাক্য উদ্ধার! অধ্যাপক মোহিত ওমর ফারুক।

৫০ বছরের গবেষণায় চারটি বাক্য উদ্ধার!

আরব বিশ্বের জনপ্রিয় ইসলামিক স্কলার, ড. শায়খ আইদ আল কারনি তাঁর এক বক্তব্যে বলেন, আমাকে যদি ৫০ বছরের অভিজ্ঞতালব্ধ উপদেশ করতে বলা হয় তাহলে আমি চারটি বাক্য বলব...

আরো ৫০ বছর পর আবারো যদি আমার কাছে উপদেশ চাওয়া হয় তাহলে আমি এই চারটি বাক্যই বলব...

বাক্য চারটি হল...
১. লা তাহযান
২. লা তাখাফ
৩. লা তাগদাব
৪. লা তাসখাত
''''''''''''''''''''''''''''''''''''''''''''''
অর্থগত ব্যাখ্যাঃ

১. লা তাহযান..,অতীত নিয়ে কখনো হতাশ হবেন না.., অতীতকে দাফন করে ফেলতে হবে চিরতরে..,ডিলেট করে ফেলতে হবে মেমোরি থেকে...

২. লা তাখাফ..,ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না.., তা ন্যস্ত করে দিতে হবে মালিকের উপর.., তাওয়াক্কুল করে নিতে হবে আরো সুদৃঢ়, আরো মজবুত...

৩. লা তাগদাব.., জীবনে চলার পথে বিভিন্ন সময় আপনাকে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয়ের সম্মুখীন হতে হবে, কখনো রাগ করবেন না...

৪. লা তাসখাত..,আল্লাহর কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেননা কখনো..,মাথা পেতে সন্তুষ্টিচিত্তে আল্লাহর ফয়সালা মেনে নেয়ার মধ্যেই রয়েছে সফলতা...

-Prof. Mohammad Omar Faruq sir

Post a Comment

0 Comments