নবী প্রেমের উথাল সাগর;
মো লুৎফুর রহমান হুমায়দী ;
বিশ্ব নবীর প্রেমিকেরা
জেগেছে ধরায়,
নবী প্রেমের উথাল সাগর
দেখতে ছুটে আয়।
সবাই দেখতে ছুটে আয়।
নবী মোদের ভালবাসা
নবী মোর ঈমান
জীবন দিয়ে রাখবো মোরা
নবীজির সম্মান।
নিখিল জগত চুমু আঁকে
যার মোবারক গায়।।
ব্যঙ্গ চিত্র আঁকলে তোমরা
নবীজির দুশমন
তোদের জন্য ঘৃণার আগুন
জ্বলছে সারাক্ষণ।
চির অভিশাপের শিকল
লাগবে তোদের পায়।।
ঈমানেরি দীপ্ত শিখা
জ্বলছে বিশ্বময়
জেগে উঠার সময় এবার
আর করোনা ভয়।
দ্বীনের নিশান উড়বে এবার
নীল আকাশের গায়।।
নবীর শাফায়াত পাব মোরা
আর কিছু নয় চাওয়া
সুবাস মাখা হাউজে কাওসার
এই তো মোদের পাওয়া।
প্রেম-পিপাসা দূর করিব
নবীর পেয়ালায়।।
রাসুল প্রেমের জাগরণে
মোরা সৈনিক, গাজী
নবীর পয়গাম ছড়িয়ে দিতে
রাখবো জীবন বাজী।
লক্ষ প্রাণের হবে মিলন
নূর নবীজির পায়।।
---------------------------------------------
লেখকঃ মাওলানা, ইসলামি চিন্তাবিদ আলোচক ও গবেষক ।
0 Comments