আফসোস ছাড়া করার কিছু আছে কি?
আল্লামা মামুনুল হক্ব-কে গ্রেফতারের জন্য বামদের হৈচৈ দেখে আমি মোটেই অবাক হকনি। কারণ, খতিবে কাঙ্গালের ফাঁস হওয়া ভিডিওতে এর যথেষ্ট ইঙ্গিত আছে।
অর্থাৎ মামুনুল হক্বের কন্ঠরোধ করে তাকে থামানোর মাস্টারপ্ল্যান আগে থেকে রেডি। এখন যাস্ট ক্ষেত্র তৈরী করে যৌক্তিকতা খাড়া করার কাজ চলছে।
কে হাটু গেড়ে বসে বা পা'য়ে ধরে ক্ষমা চাইলো বা ভুল স্বীকার করলো সেটা আমার পয়েন্ট নয় আমার পয়েন্ট মামুনুল হক্ব টার্গেট এবং তীরের নিশানায় আছে। সেটা বুঝে সতর্ক হওয়া জরুরী।
আজকে যেসব খতীবে কাঙ্গাল বিশেষ পক্ষের এজেন্ডা নিয়ে মাইজভান্ডারির সাথে গোপনে মধুর মাখামাখি করে ধরা পড়েছে তারাই গত বছর আযহারীকে পূর্ব নির্ধারিত মাহফিল না করে মালয়শিয়া চলে যেতে ভিতর থেকে গুতা দিয়েছিল।
আসাদ বিন হাফিজের ক্রুসেড সিরিজ যারা পড়েছেন তারা মিলিয়ে দেখতে পারেন ঘরের শত্রু কত ভয়ঙ্কর! মুসলীমদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর ক্ষতি করার জন্য ছিল কিছু মুসলীম নামধারী লোভী, গাদ্দার।
আফসোস ছাড়া করার কিছু নাই।
--------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট।
0 Comments