Recent Tube

করোনা ভাইরাস তাড়ানোর মোক্ষম উপায়, শামীম আজাদ।



করোনা ভাইরাস তাড়ানোর মোক্ষম উপায়;

  ইবনে কাছির (রহ.) বর্ণনা করেন, ৪৭৮ হিজরীতে (১০৮৫ সাল) ইরাক্ব, সিরিয়া এবং হিজাজের সর্বত্র প্লেগ ছড়িয়ে পড়ে। লোকজন ভীষণ জ্বরে আক্রান্ত হয়। সংক্রমণ এতটাই মারাত্মক ছিল যে গৃহপালিত পশু ও অন্যান্য বন্যপশু মারা যাচ্ছিল। আক্রান্ত অঞ্চলে দুধ ও মাংসের অভাব দেখা দিল। আকাশে যুক্ত হল কালো মেঘের ঘনঘটা ও তীব্র বজ্রপাত। ঝড়ো হাওয়ায় গাছগুলো উপড়ে যাচ্ছিল। সবাই মনে করল, কিয়ামত বুঝি এসেই পড়েছে।

     আব্বাসী খলিফা আল-মুক্বতাদি বি আমিরিল্লাহ এই দুমুখী গজব থেকে মুক্তির জন্য সবাইকে নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেওয়ার আদেশ করলেন, সাথে ভালো কাজের নির্দেশ দিলেন। গানবাজনার যন্ত্রপাতি ও মদের বোতলগুলো ভেঙে ফেলতে আদেশ করলেন। খারাপ লোকদেরকে এলাকা থেকে নির্বাসনে পাঠিয়ে দিলেন। এতে করে খুব দ্রুতই প্লেগ চলে গেল। পরিস্থিতি ঠান্ডা হল।

(আল বিদায়াহ ওয়াল নিহায়াহ, ১৩/২১৬)

Post a Comment

0 Comments