হিংসার জাল;
বাক বাগাড়ম্বরে 
জলে স্থলে অম্বরে
হিংসার রাজ,
স্বার্থের ইন্ধনে 
কুৎসা ও নিন্দনে
বাদশাহ বে-তাজ! 
লিপ্সায় দরবারি
 ঈপ্সায় তরবারি 
হিংসায় সাপ,
চেতনায় চুলকানি 
ফেতনার ঝলকানি
দম্ভ প্রতাপ। 
খাপ খোলা জিহ্বাতে 
এলেমের ডিব্বাতে
বিষ আর বিষ, 
বচসায় হার নেই 
আল্লামা সকলেই;
তর্কবাগীশ!
ঘৃণা হিংসার জালে 
ফতোয়ার জঞ্জালে
ফাঁসানো ঈমান, 
বিভেদের জাল বোনা 
ভক্ত মুরিদ গোনা
আমাদের শান।
বাতেলের তেল মেখে 
হারামের স্বাদ চেখে
চকচকে ছাল,
শুভ্র মুখোশ পরা 
বিবাদের হরকরা 
লোভী চণ্ডাল। 
নাস্তিক রাম বামে 
আমাদের বদনামে
আদাজল খায়,
আমরা তো নিজ 
ঘরে কাহিল লড়াই করে 
বাহিরে কে চায়!
ঈমানের জলোয়ারে 
ফতোয়ার তলোয়ারে
কেটেকুটে শেষ,
জযবা জবাই করে
তমশার গহ্বরে 
করেছি প্রবেশ।
ভেদ বিভেদের জালে 
শয়তানি কুট চালে
ফেঁসে গেছি আজ, 
আল্লাহকে ভয় করো 
চিত্তকে জয় করো
উলামা সমাজ।

  
0 Comments