Recent Tube

উগ্রবাদী বক্তব্য, উস্কানিতে লাভ কার। কুতুব শাহ।

শুনলাম ফরিদপুরে আহলে হাদীসদের প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা হয়েছে। বিষয়টি কোনভাবেই সমর্থনযোগ্য নয়, এটা অন্যায়, চরম বাড়াবাড়ি, গর্হিত কাজ। 

   আহলে হাদীস সুন্নী মুসলিম তারা আমাদের ভাই। তাদের মাঝেও বিভিন্ন গ্রুপ আছে একে অপরকে জাহান্নামের নষ্টকীট বলেও লেখালেখি বক্তব্য পাল্টা বক্তব্য আছে। এমনকি নামাজের পরে সম্মিলিত মুনাজাত বিতর্কে তাদের এক আলেমকে প্রকাশ্যে মাহফিলে অপমান অপদস্ত করেছে। এসব তাদের অভ্যন্তরীণ বিষয় দ্বন্দ্ব, ইখতেলাফ। আহলে হাদীসদের মধ্যে মদখালী গ্রুপ ছাড়া বাকীরা তাদের দাওয়াতী কাজ করে। মসায়েলী ইখতেলাফ ছাড়া তেমন বড় কিছু সমস্যা আমি দেখিনা। আর মসায়েলী ইখতেলাফ তো সব ঘরানার আলেমদের মধ্যে আছে তাইনা?

   👉 মদখালী অনুসারী ভাইদের বলবো, আপনাদের শায়খ যে অমুক তমুক দলের কিতাব জ্বালিয়ে দাও, পুড়িয়ে ফেলো বক্তব্য ঝেড়েছে তা কি উগ্রবাদী নয়? আপনারা কি কখনো এর প্রতিবাদ করেছেন? শায়খের কাছে জানতে চেয়েছেন অন্যদের কিতাব পুড়লে তারাও জবাবে আমাদের কিতাব পুড়বে, প্রতিষ্ঠান পুড়বে। এসব বক্তব্য যৌক্তিক নয়।

  মতিউর রহমান মাদানী এবং মুজাফফর বিন মহসীনের বক্তব্যে কিছু দল এবং কিতাবের নাম ধরে পুড়িয়ে ফেলার নির্দেশনা দিচ্ছে।

 কেন? যুক্তি কি? দলীল কি?

  আপনি যদি উল্লেখিত প্রশ্নের জবাবে কিতাব পুড়ানোর পক্ষে দলীল যুক্তি দেন একই দলীলে অন্যরাও আপনাদের কিতাব আর প্রতিষ্ঠান পুড়ানোর দলীল দিবে যা সীমা লঙ্গন বাড়াবাড়ি আর চরম ফাসাদ, তাইনা? সাম্প্রদায়িক দাঙ্গার চেয়ে ধর্মীয় মতবাদের দাঙ্গা আরো বেশী ক্ষতিকর, মারাত্মক, আআত্মঘাতী। তাই কোন শায়খ যদি জ্বালাও পোড়ার শিক্ষা উস্কানি দেয় তাকে বয়কট করা উচিৎ সে যেপক্ষেরই হোক। দ্যাট ইস পয়েন্ট।

  ✍️ উগ্রবাদ, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা করে কেউ বিজয়ী হতে পারবে না, উভয়ের চরম ক্ষতি নিশ্চিত। মাইন্ড ইট।

Post a Comment

0 Comments