Recent Tube

জাতির সাথে গাদ্দারি করার পরিনাম ফল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধু সময় বলে দেবে। ইবনে যুবাইর।

জাতির সাথে গাদ্দারি করার পরিনাম ফল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধু সময় বলে দেবে। 
----------------------------------------------------

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যে লোকগুলো চোরমোনাই ও হেফাজতকে নিয়ে উসকানিমূলক কথা বার্তা বলছিল,লিখে রাখেন,নিঃসন্দেহে এরা চোরমোনাই এবং আওয়ামী লীগের লোক।আমি দাঁড়ায় গেলে তুমি বসাইয়া দিবে,-কিসিমের নাটক জাতি বার বার প্রত্যক্ষ করেছে,এখনো করছে।ভেবো না, জনগন কিছুই বুঝেনা!

দেশে আওয়ামী লীগ এবং চোরমোনই এই দুইটা দল মীরজাফরের ভূমিকায় অভিনয় করছে।এরা কথিত সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার ষঢ়যন্ত্রে লিপ্ত।

অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বতকে বিকিয়ে দেয়ার সব আয়োজন পূর্ণ,সচেতন জনগণ সব বুঝে,সব জানে।জাতির সাথে গাদ্দারি করার পরিনাম ফল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধু সময় বলে দেবে।
সিংহ যতক্ষণ ঘুমিয়ে থাকে শিয়ালের রাজত্ব ততক্ষণ।সিংহ ঘুমিয়ে নেই,ঘুমের ভান ধরে আছে,জেগে উঠবেই।সেদিন পালাবার সব রাস্তা বন্ধ হয়ে যাবে।জনগণ রাস্তার মোড়ে মোড়ে আদালত বসিয়ে মীরজাফদের বিচার করবে নিজ হাতে।
------------------------------------------------------------ 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments