ওযু ছাড়া কুরআন স্পর্শ করা যাবে কি?
ওযূ অবস্থায় কুরআন স্পর্শ করাই উত্তম। তবে ওযূ বিহীন
কুরআন স্পর্শ করা জায়েয। আল্লাহ তা‘আলা বলেন,
ﻻَ ﻳَﻤَﺴُّﻪُ ﺇِﻻَّ ﺍﻟْﻤُﻄَﻬَّﺮُﻭْﻥَ‘কেউ তা (কুরআন) স্পর্শ করে না পবিত্রগণ ছাড়া’
(ওয়াক্বিয়া ৭৯) । এখানে ‘পবিত্রগণ’ বলতে ফেরেশতাগণকে
বুঝানো হয়েছে। বিনা ওযূ উদ্দেশ্য নয়।
সুলায়মান ইবনে মূসা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, নবী
করীম (ছাঃ) বলেছেন, ﻻَ ﻳَﻤَﺲُّ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﺇِﻻَّ ﻃَﺎﻫِﺮٌ . ‘কুরআন
স্পর্শ করে না পবিত্র ব্যক্তি ছাড়া’।[33] এখানে পবিত্র ব্যক্তি
বলতে এমন অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনকে
বুঝানো হয়েছে, যে অপবিত্রতার কারণে গোসল করা
ওয়াজিব হয়। অতএব কুরআন স্পর্শ করতে হ’লে ওযূ করা
উত্তম, ওয়াজিব নয়। অর্থাৎ বিনা ওযূতে কুরআন স্পর্শ করে
তেলাওয়াত করা জায়েয।
0 Comments