Recent Tube

যে যে কাজের জন্য ওযু জরুরী বা মুস্তাহাব


           গ্রন্থঃ স্বালাতে মুবাশ্‌শির,
            অধ্যায়ঃ পবিত্রতা;

 
যে যে কাজের জন্য ওযু জরুরী বা মুস্তাহাব 

নামায পড়ার জন্য, কুরআন মাজীদ *(মুসহাফ)* স্পর্শ করা বা হাতে নেওয়ার জন্য এবং কা’বা শরীফের তওয়াফ করার জন্য ওযু করা জরুরী।

এ ছাড়া কুরআন তেলাওয়াত, আল্লাহর যিক্‌র, তেলাওয়াত ও শুক্‌রের সিজদা, আযান, সাফা-মারওয়ার সাঈ, বিভিন্ন খোতবা পাঠ ইত্যাদির সময় ওযু করা মুস্তাহাব।

Post a Comment

0 Comments