প্রীতির সন্ধানে
খুজি সম্প্রীতি।
মু.রুকুনুজ্জামান চৌধুরী
প্রীতি ছিল প্রীতি আছে,
ইতি শুধু ক্ষন।
ভালোবাসা সম্প্রীতি
হোক ফের প্রীতিতে মিলন।
সময়ের কাছে যেন
সবই অসহায়,
অসময়ে অবেলাতে
চীর ধরে প্রীতিময়তায়।।
সুখের সন্ধানে,,,,,?
কেহ প্রীতির ইতি টানে
সুখেরও লাগি
কারো প্রীতি অনটনে
হয় বিবাগী।
কারো প্রীতি ক্ষমতায়
কারো লোভে মোহে
কারো প্রীতি প্রকাশিত
বহু যন্ত্রনা দ্রুহে।।
প্রীতিতে প্রীতম বাবু
স্বার্থের ঠাকুর।
প্রীতিতে অপ্রীতিকর,
দেখায় ক্ষমতার জুর।
প্রীতিলতায় প্রীতির ঘর
প্রীতি হলে স্বার্থত্যাগী।
প্রীতি হবে প্রীতিময়,
সত্য প্রীতিরও লাগি।।
----------------------------------------------------
লেখকঃ হিসাবের কেউ না।
0 Comments