Recent Tube

দ্বীনি প্রশ্নোত্তর।

প্রশ্নঃ পীর ধরতে হবে এ ব্যাপারে পবিত্র  কুরআন মজিদে নির্দেশ আছে কিনা?

উত্তরঃ হ্যাঁ পীর ধরতে হবে, এ প্রসঙ্গে পবিত্র কোরআন পাকে বহু নির্দেশ আছে। তবে পীর শব্দটি পবিত্র কোরআন পাকে নেই। কারন পীর শব্দটি ফার্সি ভাষা হতে বাংলা ভাষায় প্রবেশ করেছে। যেমনঃ নামাজ, রোজা, ফিরিস্তা, খোদা, ইত্যাদি শব্দগুলো কোরআন শরীফে-এ নেই। কারন উহা ফার্সি শব্দ, তবে এর প্রতিটি ফার্সি শব্দেরই প্রতিশব্দ কোরআন শরীফ আছে, যেমনঃ নামাজ-সালাত, রোজা- সাওম, ফিরিস্তা- মালাকুন ইত্যাদি।আবার সালাত আরবি শব্দটি স্থান বিশেষ বিভিন্ন অর্থে ব্যাবহৃত হয়। অনুরূপভাবে পীর ফার্সি শব্দের প্রতিশব্দ পবিত্র কোরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দে প্রকাশ করেছেন। যথাঃ 'অলি' বহুবচনে আউলিয়া, মুর্শিদ, ইমাম, বহুবচনে আইম্মা, হাদি, সিদ্দিকিন, ইত্যাদি।

নিম্নে কিছু আয়াতে কারিমের অর্থ পেশ করা হলোঃ

★ হে মুমিনগণ! তোমরা অনুসরণ করো, আল্লাহ্ পাক এর, তাঁর রাসুল পাক (সাঃ) এর এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা।—(সুরাঃ নিসা, আয়াতঃ ৫৯)

★ স্মরণ করো! সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম) নেতা সহ আহ্বান করবো।—(বনি ইসরাইল, আয়াতঃ ৭১)

★ মুমিন পুরুষ ও মুমিনা মেয়ে লোকের ভিতর হতে কতেক কতোকের বন্ধু।—(সুরাঃ তাওবাহ, আয়াতঃ ৭১)

★ তোমাদের মধ্যে এমন একদল লোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে।—(সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ৭১)

★ অনুসরন করো তাঁদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, এবং যারা সৎ পথ প্রাপ্ত।—(সুরাঃ ইয়াসিন, আয়াতঃ ২১)

★ যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখি হয়েছে তাঁর পথ অনুস্মরণ করো—(সুরাঃ লোকমান, আয়াতঃ ১৫)

★ জিকির সম্বন্ধে তোমাদের জানা না থাকলে জিনি জানেন তাঁর নিকট হতে জেনে নাও।—(সুরাঃ আম্বিয়া, আয়াতঃ ৭)

★ হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং (সাদেকিন) সত্যবাদী গণের সঙ্গী হয়ে যাও।—(সুরাঃ তাওবাহ, আয়াতঃ ১১৯)

★ নিশ্চয়ই আল্লাহ্পাকের রহমত (মুহসিনিন) আউলিয়া কিরামগনের নিকটবর্তী।—(সুরাঃ আরাফ, আয়াতঃ ৫৬)

★ আল্লাহ যাকে সৎপথে পরিচালিতো করেন, সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি (আল্লাহ্) যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তাঁর জন্য কোনো পথপ্রদর্শনকারী (মুর্শিদ) পাবে না।—(সুরাঃ কাহাফ, আয়াতঃ ১৭)

★ সাবধান! নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো ভয় নেই, এবং তারা কোনো বিষয় এ চিন্তিতোও নহে।তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, উহাই মহা সাফল্য।—(সুরাঃ ইউনুস, আয়াতঃ ৬২-৬৪)

★ হে মুমিনগণ! তোমরা আল্লাহ পাককে ভয় করো, এবং তাকে পাবার জন্য (নৈকট্য লাভের) উসিলা তালাশ করো।—(সুরাঃ মায়েদা, আয়াতঃ ৩৫)

Post a Comment

0 Comments