Recent Tube

আল কুরআন।

সূরা তাবা
সুরা নম্বরঃ ৯, 
আয়াত নম্বরঃ ১২৬
اَوَلَا يَرَوْنَ  اَنَّهُمْ يُفْتَـنُوْنَ فِىْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا  يَتُوْبُوْنَ وَلَا هُمْ يَذَّكَّرُوْنَ

 উহারা কি দেখে না যে, 'উহাদেরকে প্রতি বৎসর একবার বা দুইবার বিপর্যস্ত করা হয়?' ইহার পরও উহারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না।
আয়াত নম্বরঃ ১২৭;
وَاِذَا مَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ نَّظَرَ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍؕ هَلْ يَرٰٮكُمْ مِّنْ اَحَدٍ ثُمَّ انْصَرَفُوْا‌  ؕ صَرَفَ اللّٰهُ قُلُوْبَهُمْ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ
এবং যখনই কোন সূরা অবতীর্ণ হয়, তখন উহারা একে অপরের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে 'তোমাদেরকে কেহ লক্ষ্য করিতেছে কি?' অতঃপর উহারা সরিয়া পড়ে। আল্লাহ্ উহাদের হৃদয়কে সত্যবিমুখ করিয়াছেন, কারণ উহারা এমন এক সম্প্রদায় যাহাদের বোধ শক্তি নাই।

আয়াত নম্বরঃ ১২৮;
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ  عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ  رَّحِيْمٌ

অবশ্যই তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকট এক রাসূল আসিয়াছে। তোমাদেরকে যাহাবিপন্ন করে উহা তাহার জন্য কষ্টদায়ক। সে তোমাদের মঙ্গলকামী, মু'মিনদের প্রতি সে দয়ার্দ্র ও পরম দয়ালু।

আয়াত নম্বরঃ ১২৯;
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِىَ اللّٰهُ   ۖ  لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ  ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ‌  ؕ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তুমি বলিও, আমার জন্য আল্লাহ্ই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ্ নাই। আমি তাহারই উপর নির্ভর করি এবং তিনি মহার্আশের অধিপতি।'


Post a Comment

0 Comments