Recent Tube

আলেম মুক্তিযোদ্ধার খোঁজে" বইটি সম্পর্কে কিছু কথা কিছু ব্যথা-

আলেম মুক্তিযোদ্ধার খোঁজে" বইটি সম্পর্কে কিছু কথা কিছু ব্যথা-

বহু আলেমেদ্বীন 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ বিষয়ে ধারণা পেতে জনাব শাকের হোসাইন শিবলী সাহেবের লেখা "আলেম মুক্তিযোদ্ধার খোঁজে" 912 পৃষ্ঠার বইটি পড়া যেতে পারে।

জনাব শাকের হোসাইন সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সঙ্গে সঙ্গে একটি কষ্টের কথা না বলে পারছি না। সেটা হচ্ছে তিনি এই বইয়ের বহু জায়গায় (পৃষ্ঠা নং ৫১, ৫৩, ৫৭, ১৫১, ১৪৯ ১৫৮ ৩০৩ ২৯৯ ২৯১ ২৬৭ ১৬৩ ৪৮৫ ৩৯৬ ইত্যাদি)
*মানুষের ছবি ছেপে দিয়েছেন। এমনকি এই বইয়ের শেষ পৃষ্ঠায় ভিতরের মলাটে নিজের ছবিও ছেপে দিয়েছেন।*

প্রাণীর ছবি কাগজে ছেপে দেওয়া সুস্পষ্টভাবে মারাত্মক রকমের গুনাহ। হযরত আবদুল্লাহ ইবনে উমর ( রা:) থেকে ব‌র্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই‌হি ওয়া সাল্লাম ইরশাদ ক‌রে‌ছেন: "যারা ফ‌টো বানায়, কিয়াম‌তের দিন তা‌দের শা‌স্তি দেয়া হ‌বে এবং তা‌দের উ‌দ্দে‌শ্যে বলা হ‌বে, যা তোমরা বা‌নি‌য়েছ তা‌তে জীবন দাও।" [বুখা‌রি ও মুস‌লিম শ‌রীফ]

হযরত আবুহুরায়রা (রা:) থেকে ব‌র্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাই‌হি ওয়াসাল্লাম ইরশাদ ক‌রে‌ছেন: "‌ফে‌রেস্তা ওই ঘ‌রে প্র‌বেশ ক‌রে না, যা‌তে প্রানীর ফ‌টো র‌য়ে‌ছে।" [মুস‌লিম শ‌রিফ] 

হযরত হুজাইফা (রা:) থেকে ব‌র্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই‌হি ওয়া সাল্লাম ফ‌টো নির্মাতা‌দের ওপর লানত বর্ষণ ক‌রে‌ছেন।" [বুখা‌রি শরীফ]

*এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি। এই বইয়ের যে সকল কপি এখনো অবিক্রিত রয়ে গেছে, সেগুলোর ছবি মিটিয়ে তারপর মেহেরবানী করে বিক্রি করবেন। আর পরবর্তী সংস্করণে এই ছবিগুলি মিটিয়ে তারপর কিতাবটা ছাপবেন বলে আমরা আশা রাখি।*

*আর যারা এ বইটি কিনবেন অথবা কিনেছেন তারা পড়ার পূর্বে মেহেরবানী করে এই ছবিগুলি কলমের কালি দিয়ে মুছে তারপর পড়া চাই।* স্মরণ রাখা চাই, সর্বাবস্থায় নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে।




Post a Comment

0 Comments