Recent Tube

আল হাদীস।


রাসুল(সা) আম্মার (রা.)-কে বললেন,তোমাকে বিদ্রোহী দল হত্যা করবে।পরে সিফফীন যুদ্ধে হযরত মুয়াবিয়া(রা.)সৈন্যরা তাঁকে হত্যা করে।
সেই যুদ্ধে আম্মার(রা.)আলী (রা)পক্ষে যুদ্ধ করেছিলেন।আম্মার(রা.)শহীদ হলে বিষয়টি পরিস্কার হয়ে যায় যে,হযরত মুয়াবিয়া বিদ্রোহী দলের নেতা।
‘ইকরিমা (রহঃ) থেকে বর্ণিতঃ ইব্‌নু ‘আব্বাস (রাঃ) তাকে ও ‘আলী ইব্‌নু ‘আবদুল্লাহ্‌কে বলেছিলেন যে, তোমরা আবূ সা‘ঈদ (রাঃ)-এর নিকট যাও এবং তার কিছু বর্ণনা শোন। অতঃপর আমরা তার নিকট গেলাম। সে সময় তিনি ও তার ভাই বাগানে পানি সেচের কাজে ছিলেন। আমাদের দেখে তিনি আসলেন এবং দু’ হাঁটু বুকের সঙ্গে লাগিয়ে বসে বললেন, মসজিদে নববীর জন্য আমরা এক একটি করে ইট বহন করছিলাম। আর ‘আম্মার (রাঃ) দু’ দু’টি করে বহন করছিল। সে সময় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার পাশ দিয়ে গেলেন এবং তার মাথা থেকে ধূলাবালি মুছলেন এবং বললেন, আম্মারের জন্য বড় দুঃখ হয়, বিদ্রোহী দল তাকে হত্যা করবে। সে (‘আম্মার) (রাঃ) তাদেরকে আল্লাহ্‌র দিকে ডাকবে এবং তারা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে।
  সহিহ বুখারী, হাদিস নং ২৮১২
হাদিসের মান: সহিহ হাদিস

Post a Comment

0 Comments