Recent Tube

কাতার-সৌদি- সোজা হয়েছে এখন প্রয়োজন ইমামের! খন্দকার কবির উদ্দিন।

কাতার-সৌদি- সোজা হয়েছে এখন প্রয়োজন ইমামের!

★★★★


এক. 
ইসলাম মুসলমানদের কে ঐক্যবদ্ধ ও জামায়াতবদ্ধ হওয়ার নির্দেশনা দিলেও মুসলমানদের মধ্যে অনৈক্য ও সংঘাত প্রায়ই দৃশ্যমান।

প্রিয় নবী (সা) পুরো মুসলিম জাতিকে 'এক দেহ' ( জাসাদ ওয়াহিদ' এর সাথে তুলনা করলেও মুসলমানরা সুযোগ পেলেই একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। এ যেনো আত্মহনন।

 আফসোস! আজ অমুসলিমদের কাছ থেকে আমাদেরকে ঐক্য শিখতে হচ্ছে। ওরা মাতাব্বর সেজে আমাদেরকে ঐক্যের টেবিলে বসায়।

দুই.
মুসলমানদের অনৈক্যের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বের দরবারে মধ্যপ্রাচ্যেই বেশি পরিচিতি। 

ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি, ইয়ামেন‌সহ প্রায় সবগুলো দেশই একে অপরকে সহ্য করতে পারে না। 

সোনা, তেল, গ্যাসসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর আল্লাহর এই জমিনগুলোর বেশ অংশই ইতোমধ্যে লুটেরার হাতে চলে গেছে কিংবা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এই দেশগুলো নিয়ে দাবা খেলায় মত্ত বিশ্ব মোড়লরা।

তিন.
আল জাজিরাসহ গ্লোবাল নিউজে সৌদি ও কাতারের সম্পর্ক পূনঃস্থাপনের বিষয়টি কয়েকদিন হাইলাইটস পেয়েছে। নিঃসন্দেহে এটি একটি গুড নিউজ। 

তবে কয়দিন আরব দেশ গুলো এক কাতারে থাকতে পারবে তা দেখার বিষয়।

কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করলেও সমস্যা ইমামতি নিয়ে। কেউ কাউকে ইমাম মানতে রাজি নন।

সকলের শরীরে জুব্বা, মাথায় রুমাল আর গায়ে আতর মাখানো। ' হামছে কোই বড়া নেহি, ভাব!

অনেক দেরি হয়ে গেছে। আর বিলম্ব না করে মুসলিম বিশ্বকে সবকিছু ভুলে গিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ' বুনইয়ানুম মারসুস' এর শক্তি নিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। 
হে আল্লাহ কবুল করুন! আমীন
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments