Recent Tube

অর্থ ব্যয় না করেও নিয়মিত সদাক্বা করুন ।

 
  
  
অর্থ ব্যয় না করেও নিয়মিত সদাক্বা রু । 
  ——————————————————
  দান সদাক্বার অনেক ফজিলত রয়েছে । খুব অল্প মানুষই নিয়মিত টাকা-পয়সা দান করতে সমর্থ হয় । এমন অনেক কাজ আছে যা সহজে করা যায়, আর এই সকল কাজের মাধ্যমে অর্থ ব্যয় না করেও সদাক্বা আদায়ের সওয়াব পাওয়া যায় । হাদিসে উল্লেখিত এমন দশটি কাজ যা সদাক্বা সমতূল্য : 

এক, কাউকে যেকোন হাতের কাজে সহায়তা করা । কোন ব্যাক্তির মালামাল উঠানো বা নামানোর কাজে সহায়তাও সদাক্বা । 
দুই, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো সদাক্বা । 
তিন, দুজনের মধ্যে সমঝোতা করে দেয়া সদাক্বা । 
চার, মানুষকে কষ্ট দেয়া হতে বিরত থাকা সদাক্বা । 
পাচ, কাউকে ভালো কথা শুনানো, সুন্দর করে কথা বলাও সদাক্বা । 
ছয়, কাউকে দেখে মুছকি হাসি দিয়ে ভাব বিনিময় সদাক্বা । 
সাত, মসজিদে হেটে সলাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ সদাক্বা । 
আট, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্‌ , আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সদাক্বা । 
নয়, ভালো কাজের আদেশ করা সদাক্বা । 
দশ, মন্দ কাজ থেকে নিষেধ করা সদাক্বা । 

-বুখারী ও মুসলিম

Post a Comment

0 Comments