Recent Tube

অধিকাংশ কোনো দলিল নয়। দলিল হলো কুরআন ও সহিহ হাদিস।

অধিকাংশ কোনো দলিল নয়। দলিল হলো কুরআন ও সহিহ হাদিস। 
---------------------------------
   
    হক্ব গ্রহন করতে মানুষ যে সকল বাঁধার সম্মুখীন হয় তা হলো-
☞ বাপ-দাদারা কি এতদিন ভুল করে আসছন?
☞ আমাদের বাপ দাদা কি জানত না ?
☞ অধিকাংশ মানুষই তো এই আমল করছে, সবাই ভুল?
☞ এত লোক অমুক আমল করছে, তা কি আর বিদ'আত হয় ??
☞ এত বড় বড় আলেমরাতো এভাবেই বলেছেন, তারাও ভুল?
☞ এত বড় বড় হুজুর এ আমল করছে, তা কি ভুল?
☞ এত বড় হুজুর মাজারে শিরক করছে?
☞ আমাদের হুজুরেরা কি কম বুঝে?
☞ আরে এগুলো তো ফেৎনা, আমরা সবাই হক!
 
  যখনই আপনি সমাজে প্রচলিত কোন শিরক বা বিদ’আতী আমলকে ধরিয়ে দিবেন, তখনই কিছু লোক এসব কথা বলে। তারা কোরআন হাদীসের কোন দলির দিয়ে কথা বলবে না। তারা জানে না অধিকাংশ কোন দলিল নয়, দলিল হলো কোরআন ও সহীহ হাদীস। কিন্তু দেখুন মহান আল্লাহ কি বলেছেন,
✒ অধিকাংশই নির্বোধ। [মায়িদাহ ১০৩]
✒ অধিকাংশ লোকই অবগত নয়। [আনআম ৩৭]
✒ অধিকাংশই অজ্ঞ [আনআম ১১১]
✒ অধিকাংশই জানে না [আরাফ ১৩১]
✒ তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না [ইউসুফ ১০৩]
✒ তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে; তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না [আনআম ১১৬]
✒ তাদের অধিকাংশই কেবল ধারনার অনুসরন করে; সত্যের মুকাবালায় ধারনা কোন কাজে আসে না [ইউসুফ ৩৬]
✒ অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। [ইউসুফ ১০৬]
✒ আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট। ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী [শু’আরা ২২১-২২৩]
✒ তারা তাদের পিতৃ- পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলেছিল। এদের আগের লোকদের অধিকাংশই গুমরাহ হয়ে গিয়েছিল‌ [সাফফাত ৬৯-৭১]
 
  🎯 “অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়” [সূরা ইউসুফ : ৬৮]

  🎯 “অধিকাংশই নির্বোধ”_ 
[সূরা মায়িদাহ :১০৩]

  🎯 “অধিকাংশ লোকই অবগত নয়”_
 [সূরা আনআম : ৩৭]

  🎯 “অধিকাংশই অজ্ঞ”_ 
[সূরা আনআম : ১১১]

  🎯 “অধিকাংশই জানে না”
 [সূরা আরাফ : ১৩১] 

  🎯 “তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না”_
 [সূরা ইউসুফ: ১০৩]

  🎯 “আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি,ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই ঈমান রাখে না”_
 [সূরা বাকারাহ : ৯৯-১০০]

🎯 “আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী”_
 [সূরা যুখরুফ : ৭৮]

🎯 “তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং অধিকাংশকে ফাসিকই পেয়েছি”_ 
[সূরা আরাফ : ১০২]

🎯 “তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে; তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না”_
[সূরা আনআম : ১১৬]

🎯 ‘’তাদের অধিকাংশই কেবল ধারনার অনুসরন করে;সত্যের মোকাবেলায় ধারনা কোন কাজে আসে না’'_
[সূরা ইউসুফ : ৩৬] •

🎯 “অধিকাংশ মানুষ আল্লাহকেবিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে’’_ 
[সূরা ইউসুফ : ১০৬]

🎯 “আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট।ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী’’_
 [সূরাশু’আরা : ২২১-২২৩]

🎯 “তারা তাদের পিতৃ-পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলেছিল।এদের আগের লোকদের অধিকাংশই গুমরাহ হয়েগিয়েছিল”_
 [সূরা সাফফাত : ৬৯-৭১]

🎯 "আরবী ভাষায় কুরআন, জ্ঞানসম্পন্ন মানুষদের জন্য সুসংবাদবাহী সাবধানকারী।কিন্তু ওদের অধিকাংশই(এ কুরআন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবে না”_
 [সূরা ফুসসিলাত :১-৪]

 🌎সুতরাং সকল মুসলিমরা আসুন আমরা “অধিকাংশের” অজুহাত বাদ দিয়ে 
”আল্লাহর কুরআন” ও নবী(সা:)-র “সহীহ সুন্নাহর"
অনুসরন করে,সঠিক ইসলাম জেনে,বুঝে আমল করি!

   সুতরাং অধিকাংশ মানুষ গোমড়াহীতে থাকলেই সেটা হক্ব হয়ে যায় না। হক্ব সেটাই যেটা কোরআন আর সহীহ হাদীসে আছে।।

   মহান আল্লাহ আমাদের হ্ক দ্বীন চেনার, বোঝার এবং মানার তৌফিক দান করুক।
---------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments