Recent Tube

ওদের জ্ঞান দাও প্রভূ ওদের ক্ষমা করো" --- সুপ্রিয় সুপ্রকাশ।

 ওদের জ্ঞান দাও প্রভূ ওদের ক্ষমা করো"
                                          --- সুপ্রিয় সুপ্রকাশ। 


     শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাপাইনবাবগঞ্জের দেবীনগর উপজেলার অধীন মাওলা বক্স হাজীরটলা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহন করেন।
ছাত্র জীবনে থেকেই বক্তব্য দেয়ার অভ্যাস থাকায় দারস দানের পাশাপাশি তিনি বক্তব্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে থাকেন । এবং এখন তিনি বাংলা ভাষাভাষী আলেমদের মাঝে একজন সর্বজন বিদিত বক্তা হিসেবে স্বীকৃত। তিনি ডাঃ জাকির নায়েকের পীস টিভিতেও নিয়মিত লেকচার দিয়ে থাকনে। তিনি এ পর্যন্ত সউদী আরব, দুবাই, ভারত ও মালদ্বীপ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহন করেছেন। তার বক্তব্যের আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তিনি হাদীসের আরবী ইবারাত মুখস্থ পড়েন এবং তারপর অনুবাদ করেন । তার প্রায় দুই আড়াই হাজার হাদীস মুখস্থ রয়েছে। একেক বিষয়ের উপর তিনি দীর্ঘ দুই তিন ঘণ্টা বক্তব্য দেন কিন্তু তার মাঝে হাদীস ও হাদীসের অনুবাদ ছাড়া অন্য কিছু স্থান পায়না। ফলত তার প্রতিটি বক্তব্য এক একটি দারসে হাদিস।
একজন আলেম হিসাবে সমাদৃত এ-ই সম্মানিত ব্যক্তির উপর এমন আকস্মিক আক্রমণ, অপদস্ত, অপমান,
আমাদের মতন ইসলাম প্রিয় মানুষের কাছে বিশাল কষ্টের এবং অনুশোচনার। ঐ জানালার ভাঙ্গা কাঁচের টুকরো আর সাদা পাঞ্জাবিতে রক্তের লাল চোপ দেখিয়ে দে- প্রতিহিংসাপরায়ণতার এক নগ্ন রুপ।
ইসলাম আমাদের কি এ-ই শিক্ষা দে- ভাইয়ের রক্তে রঞ্জিত নগ্ন উম্মাদের উল্লাস.?
আপনার মত ও পথের সাথে সবার মতের,আকিদার মিল নাও হতে পারে।তাই ব'লে ভাইয়ের সাথে রক্তের হোলিখেলা খেলতে হবে? 
মেহমান হয়ে আসা এমন আলিমের পাঞ্জাবিতে রক্তের লাল দাগ দেখতে চায়নি- এলাকাবাসী।আমরা লজ্জিত অনুশোচনায় দগ্ধ। তাই শায়েখের কাছে একটাই চাওয়া অভিশাপে অভিশংসন নয় এদের জন্য দোয়ার দরখাস্ত  "এদের জ্ঞান দাও প্রভূ এদের ক্ষমা করো"।

Post a Comment

0 Comments