Recent Tube

ইকামতে দ্বীনের শত্রুরা আল্লাহোদ্রহী,তাগুতঃ মুহাম্মদ তানজিল ইসলাম।

   ইকামতে দ্বীনের শত্রুরা  
  আল্লাহদ্রোহী,তাগুতঃ

-------------------------------------

     হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেন,
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُونَ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ فَقَدْ ضَادَّ اللَّهَ-
আমি রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট শুনেছি। তিনি বলেন, "যে ব্যক্তির সুপারিশ আল্লাহ তা'য়ালার আইনসমূহের মধ্যে কোন আইন জারী করার বিষয়ে বাধা হয়ে যায় সে আল্লাহ তা'য়ালার সাথে মোকাবিলা করল।" (আবু দাউদ হা: ৩৫৯৭; মুসনাদে আহমদ হা: ৫৩৬২)

   অর্থাৎ যার সুপারিশ, সমর্থন বা পক্ষাবলনের কারণে আল্লাহর কোন একটি আইন জারী করার ব্যাপারে বাধা হয়ে দাড়ায়, সে সীমালঙ্ঘনকারী তথা আল্লাহোদ্রী, আল্লাহর বিরুদ্ধে অঘোষিত ভাবে যুদ্ধ শুরু করে দিল। আর যারা আল্লাহর কোন আইনকেই সহ্য করতে পারে না, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন জারী করতে বাধা দেয় বা প্রতিবন্ধকতা সৃষ্টি তারা সহীহ তাগুত, এতে কোন সন্দেহ নাই। অথচ নবী রাসূলদের দাওয়াতী মিশন ছিল এই যে,
أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ-
তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাগূতকে বর্জন কর।" (সূরা নাহল : ১৬/৩৬) অর্থাৎ প্রত্যেক নবী ও রাসূলদের প্রধান দায়িত্ব ছিল- সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মেনে নিয়ে আল্লাহর দাসত্বের প্রতি মানুষকে আহ্বান করা এবং সর্বক্ষেত্রে তাগুতী বিধানের বিরোধীতা করে তাগুতকে বর্জন করা। অধিকন্তু তাগুতের কুফুরী বিধানসহ তাগুতকে বর্জন না করা পর্যন্ত আল্লাহর প্রতি ঈমানের দাবী করা মুনাফিকী ছাড়া কিছুই নয়। একজন ব্যক্তি তখনই প্রকৃত মু'মিন হতে পারে, যখন যে তাগুত ও তাগুতী বিধান অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে। কুরআনের ভাষায় -
قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انْفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ-
   নিশ্চয় হিদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (সূরা বাকারা: ২/২৫৬)
--------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা গীতিকার ইতিহাস বিশ্লেষক ও কলামিস্ট। 

Post a Comment

0 Comments