Recent Tube

আল কুরআন।

                          সূরা হুদ ;
 সূরা নম্বরঃ ১১, 
 আয়াত নম্বরঃ ৯৬;
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى  بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ
আমি তো মূসাকে আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ পাঠাইয়াছিলাম,

  আয়াত নম্বরঃ ৯৭;
اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ ٮِٕهٖ فَاتَّبَعُوْۤا اَمْرَ فِرْعَوْنَ‌ۚ وَمَاۤ اَمْرُ فِرْعَوْنَ بِرَشِيْدٍ
ফিরআওন ও তাহার প্রধানদের নিকট। কিন্তু তাহারা ফিরআওনের কার্যকলাপের অনুসরণ করিত এবং ফিরআওনের কার্যকলাপ ভাল ছিল না।

   আয়াত নম্বরঃ ৯৮;
يَقْدُمُ قَوْمَهٗ يَوْمَ الْقِيٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَ‌ؕ وَبِئْسَ الْوِرْدُ  الْمَوْرُوْدُ
সে কিয়ামতের দিন তাহার সম্প্রদায়ের অগ্রভাগে থাকিবে এবং সে উহাদেরকে লইয়া দোজখে প্রবেশ করিবে। যেখানে প্রবেশ করানো হইবে তাহা কত নিকৃষ্ট স্থান!

  আয়াত নম্বরঃ ৯৯;
وَاُتْبِعُوْا فِىْ هٰذِهٖ لَـعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِ‌  ؕ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ
এই দুনিয়ায় উহাদেরকে করা হইয়াছিল অভিশাপগ্রস্ত এবং অভিশাপগ্রস্ত হইবে উহারা কিয়ামতের দিনেও। কত নিকৃষ্ট সে পুরস্কার যাহা উহাদেরকে দেওয়া হইবে!

  আয়াত নম্বরঃ ১০০;
ذٰ لِكَ مِنْ اَنْۢبَآءِ الْـقُرٰى نَقُصُّهٗ عَلَيْكَ‌ مِنْهَا قَآٮِٕمٌ وَّحَصِيْدٌ
ইহা জনপদসমূহের কতক সংবাদ যাহা আমি তোমার নিকট বর্ণনা করিতেছি। উহাদের মধ্যে কতক এখনও বিদ্যমান এবং কতক নির্মূল হইয়াছে।








Post a Comment

0 Comments