Recent Tube

ইমামগণের উদারতা বনাম আমাদের গোঁড়ামি-২!!



 ইমামগণের উদারতা বনাম আমাদের গোঁড়ামি-২!! 
★★★★★★★★★★★★

  ইমাম শাফি‘য়ী (রাহ.) একবার ইমাম আবূ হানীফা (রাহ.)-এর কবরের পাশে মসজিদে ফজরের নামায আদায় করেন। তাঁর মতে, ফজরের নামাযে দু‘আ কুনূত পড়া আবশ্যক হলেও তিনি এই বলে কুনূত পড়া বাদ দেন যে, এই কবরবাসী ইমাম ফজরের নামাযে কুনূত পড়তেন না। তাই আমি আজ তাঁর প্রতি আদব রক্ষা করতে চাই।  

  তিনি আরো বলেন, ربما انحدرنا الى مذهب أهل العراق -“কখনো আমরা ইরাকবাসীদের অনুসৃত মাযহাবের দিকে নেমে আসি।”  

   অনেকের মতে, সেদিন তিনি উচ্চস্বরে বিসমিল্লাহ পড়েননি। কেননা, ইমাম আবূ হানীফা (রাহ.) অনুচ্চস্বরে বিসমিল্লাহ পড়তেন। 

 (বিস্তারিত জানতে দেখুন, তুলনামূলক ফিকহ ১ম খণ্ড)

Post a Comment

0 Comments