Recent Tube

শয়তানের আবিস্কৃত তথাকথিত প্রেমের সম্পর্কগুলো ভঙ্গুর ও চরিত্রের দূষণ বৃদ্ধিকারক! আব্দুল্লাহ আরমান।


  শয়তানের আবিস্কৃত তথাকথিত প্রেমের সম্পর্কগুলো ভঙ্গুর ও চরিত্রের দূষণ বৃদ্ধিকারক! 


      আর আল্লাহর দেয়া তিন কথার বাঁধনে রয়েছে অনাবিল প্রশান্তি, পবিত্রতা আর কৃত্রিমতা মুক্ত অবারিত প্রেম। আর এ ভালোবাসার শিকড় এতোটাই গভীরে প্রোথিত যে, তা জান্নাতে অবধি পৌঁছে যায় ...….!! 
 
মহান আল্লাহ নিজেই বলেন...

وَ مِنۡ اٰیٰتِہٖۤ  اَنۡ خَلَقَ لَکُمۡ مِّنۡ اَنۡفُسِکُمۡ اَزۡوَاجًا لِّتَسۡکُنُوۡۤا اِلَیۡہَا وَ جَعَلَ بَیۡنَکُمۡ  مَّوَدَّۃً  وَّ رَحۡمَۃً ؕ اِنَّ  فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ  لِّقَوۡمٍ  یَّتَفَکَّرُوۡن
  অর্থঃ তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিণী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পার। আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক “ভালবাসা ও দয়া” সৃষ্টি করেছেন। এর মাঝে অবশ্যই বহু নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। (সূরা রুমঃ২১)

     ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,“দু’জনের পারস্পরিক ভালবাসার জন্য বিবাহের চেয়ে আর কোনো উত্তম সম্পর্ক নেই”  [ইবনে মাজাহঃ১৮৪৭,সহিহ]
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক, শিক্ষক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments