Recent Tube

আল্লাহকে স্মরণ না করলে আল্লাহ ভূলে যান এবং শয়তান নিযুক্ত করেন। শামীম আজাদ।


আল্লাহকে স্মরণ না করলে আল্লাহ ভূলে যান এবং শয়তান নিযুক্ত করেন। 


  যেসকল মানুষেরা আল্লাহ তা'আলাকে স্মরণ করে না, আল্লাহ তা'আলা তাদেরকে ভুলে যান এবং তাদের জন্য শয়তান নিযুক্ত করেন অতঃপর শয়তান তাদের সঙ্গী হয়ে যায়। 

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ  
সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো।
সূরা বাকারাঃ ১৫২

نَسُواْ اللّهَ فَنَسِيَهُمْ
তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের ভুলে গেছেন।
সূরা তাওবাঃ ৬৭

وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ 
যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সে-ই হয় তার সঙ্গী।  
সূরা যুখরুফঃ ৩৬।
--------------------------------- 
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments