Recent Tube

কারও উন্নতি দেখে আপনার কি হিংসে হয়? সাইমুম সাদী

 
 কারও উন্নতি দেখে আপনার কি হিংসে হয়?  

একটু নিজের মনের কাছে প্রশ্ন করুন, কারও উন্নতি দেখে আপনার কি হিংসে হয়?  
বুকের ভেতরে কি দাউদাউ করে কিছু জ্বলে?  

     আপনার চেয়ে ইলম ও আমলে কম এবং বয়সে অনেক জুনিয়র হওয়ার পরও যদি কেউ উন্নতি করে, পদ ক্ষমতা ও ব্যবসা বাণিজ্যে উপরে উঠে যায় তাহলে কি আপনি কষ্ট পান?  তাকে দেখলে দাত কিড়মিড় করে?  লবন মরিচ ছাড়া কাচা খেয়ে ফেলতে চান?  

     যদি এমন হয় তাহলে জেনে রাখুন নিজেই নিজের জন্য ক্ষতির কারণ হচ্ছেন। নিজের উন্নতি রুদ্ধ করছেন। আল্লাহর নাফরমানী করছেন। 

    কেউ উপরে উঠে গেলে মনে রাখবেন আল্লাহই তাকে উপরে উঠিয়েছেন। তাকে হিংসে করা মানে আল্লাহকেই হিংসে করা। 

  আলহামদুলিল্লাহ আশেপাশে কারও উন্নতি দেখলে খুশি হই। এমনকি শত্রুরও যদি উন্নতি হয় খুশি হই। আল্লাহ দয়া করে আমাকে এই যোগ্যতা দান করেছেন। 

   প্রিয় ভাই ও বোনেরা, নিজেরা আত্মসমালোচনা করুন। কারও প্রতি মন বিষিয়ে উঠলে তাকে ক্ষমা করুন এবং তার জন্য দোয়া করুন। জীবন চলার পথে অন্তত এই উপলব্ধিটা খুবই জরুরি।

Post a Comment

0 Comments