সূরা কুরাইশ  ;
সূরা নম্বরঃ ১০৬, 
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে।
আয়াত নম্বরঃ ১,
لِاِيْلٰفِ قُرَيْشٍۙ
যেহেতু কুরায়শের আসক্তি আছে,
 আয়াত নম্বরঃ ২;
اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّيْفِۚ
 আসক্তি আছে তাহাদের শীত ও গ্রীষ্মে সফরের
  আয়াত নম্বরঃ ৩;
فَلْيَـعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِۙ
  অতএব, উহারা ইবাদত করুক এই গৃহের মালিকের,
  আয়াত নম্বরঃ ৪;
الَّذِىْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ   ۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ
   যিনি উহাদেরকে ক্ষুধায় আহার দিয়াছেন এবং ভীতি হইতে উহাদেরকে নিরাপদ করিয়াছেন।

  
0 Comments